Jacqueline Fernandez: জ্যাকলিনের জীবনে ফের দুঃসময়!

পেজ 3

নিউজ পোল ব্যুরো: বলিউড (Bollywood) অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজ (Jacqueline Fernandez) শুটিংয়ে (Shooting) ব্যস্ত থাকলেও, আচমকাই পেলেন এক দুঃসংবাদ। গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন তার মা কিম ফার্নান্ডেজ (Kim Fernandez)। খবর পাওয়ামাত্রই আর এক মুহূর্ত দেরি করেননি অভিনেত্রী। মুম্বইয়ের বাইরে শুটিং চললেও সব কাজ ফেলে তড়িঘড়ি বাড়ি ফিরে আসেন তিনি। বর্তমানে কিম ফার্নান্ডেজকে মুম্বইয়ের বিখ্যাত লীলাবতী হাসপাতালে (Lilavati Hospital) ভর্তি করা হয়েছে, এবং জানা গিয়েছে, তিনি এখন আইসিইউতে (ICU) চিকিৎসাধীন।

আরও পড়ুন:- Sapphire Creations: Sapphire Creations-এর ৩২ বছরের নৃত্যকলার ইতিহাস!

উল্লেখ্য, সালটা ছিল ২০২২। সেই সময় হঠাৎই অসুস্থ হয়ে পড়েন কিম। কিমের মস্তিষ্কে রক্তক্ষরণের সমস্যা দেখা দিয়েছিল(Brain Hemorrhage)। সেবার বাহরিনের (Bahrain) একটি হাসপাতালে ভর্তি করা হয়েছিল কিমকে। সেসময়ও মেয়ের পেশাদার জীবনে (Professional Life) কিছুটা প্রভাব পড়েছিল, তবে জ্যাকলিন শক্ত মনোবল নিয়ে পরিস্থিতির মোকাবিলা করেছিলেন। এবারও তিনি (Jacqueline Fernandez) মায়ের শারীরিক অবস্থার কথা শুনেই সবকিছু ছেড়ে তার পাশে থাকার সিদ্ধান্ত নিয়েছেন। জ্যাকলিন সবসময়ই তার ব্যক্তিগত জীবন (Personal Life) গোপনীয় রাখতেই বেশি পছন্দ করেন। বলিউডের বহু তারকার মতো তিনি খুব বেশি পারিবারিক বিষয় প্রকাশ্যে আনেন না। তবে অনুরাগীরা জানেন, মা-বাবার সঙ্গে তার দারুণ সম্পর্ক রয়েছে। একাধিকবার তিনি সাক্ষাৎকারে বলেছেন, “আমার মা আমাকে সবসময় সমর্থন করেন। বাবা-মা আমার জীবনের সবচেয়ে বড় অনুপ্রেরণা (Inspiration)। মুম্বইয়ে কাজের সূত্রে আমাকে একাই থাকতে হয়, তাই আমি আমার পরিবারকে খুব মিস করি।”

নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিঙ্ক:- https://www.facebook.com/share/164mWXbsyp/

গত কয়েক বছরে জ্যাকলিনের জীবনে একাধিক ঝড় এসেছে। বিশেষ করে, কুখ্যাত প্রতারক (Conman) সুকেশ চন্দ্রশেখর (Sukesh Chandrasekhar)-এর সঙ্গে তার নাম জড়িয়ে বহুবার সংবাদের শিরোনামে এসেছেন তিনি। জেলে বসেই সুকেশ একের পর এক প্রেমপত্র (Love Letters) পাঠিয়েছেন জ্যাকলিনকে, যা মিডিয়ায় আলোচিত হয়েছে। তবে অভিনেত্রী কখনোই এই সম্পর্ককে গুরুত্ব দেননি, বরং এই বিতর্কের কারণে তাকে আদালতে (Court) হাজিরা দিতে হয়েছে বহুবার, যা তার কেরিয়ারের (Career) ক্ষতি করেছে বলে মনে করেন অনুরাগীরা।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT

এদিকে, সব বিতর্ক ছাপিয়ে জ্যাকলিন (Jacqueline Fernandez) এবার সংগীত জগতে (Music Industry) পা রেখেছেন। চলতি মাসেই মুক্তি পেয়েছে তার প্রথম বাংলা গান (Bengali Song) ‘আমি কাফি’ (Ami Kafi)। গানটি ইতিমধ্যেই নেট দুনিয়ায় (Internet) ভালোই জনপ্রিয়তা পেয়েছে। বলিউডে নতুন ছবির কাজেও ব্যস্ত ছিলেন তিনি। খুব শীঘ্রই মুক্তি পেতে চলেছে তার আসন্ন ছবি ‘ফতেহ’ (Fateh), যা নিয়ে দর্শকদের মধ্যে যথেষ্ট আগ্রহ রয়েছে। তবে আপাতত, সব কাজকর্ম থেকে বিরতি নিয়ে মায়ের সুস্থতার দিকে নজর দিচ্ছেন অভিনেত্রী। অনুরাগীরা তার মায়ের (Kim Fernandez) দ্রুত আরোগ্য কামনা করছেন এবং জ্যাকলিনও আশা করছেন, সব ঠিক হলে আবার কাজে ফিরতে পারবেন।