Jio Recharge: চমকপ্রদ অফার, একবার রিচার্জ করলেই ৯০ দিন IPL ফ্রি!

প্রযুক্তি বিজ্ঞান

নিউজ পোল ব্যুরো: ক্রিকেটপ্রেমীদের জন্য সুখবর, ২২ মার্চ থেকে শুরু হয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL) ২০২৫, আর এই মহা-মরশুম উপলক্ষে ভারতের বৃহত্তম টেলিকম সংস্থা রিলায়েন্স জিও নিয়ে এসেছে দুর্দান্ত এক অফার (Jio Recharge)। এবার ক্রিকেটের মজা দ্বিগুণ হবে, কারণ জিও গ্রাহকরা একদম বিনামূল্যে দেখতে পারবেন আইপিএলের প্রতিটি ম্যাচ, তাও আবার জিও (Jio) হটস্টার-এ । শুধু তাই নয়, এই অফারের সঙ্গে থাকছে JioFiber এবং Jio AirFiber-এর এক্সক্লুসিভ ট্রায়াল অফার!

এমন দারুণ অফার পেতে গেলে কেবলমাত্র একটি জিও সিম (Jio) থাকতে হবে এবং ২৯৯ টাকা বা তার বেশি মূল্যের রিচার্জ করতে হবে। যাঁদের জিও সিম নেই, তাঁরা সহজেই নম্বর পোর্ট (Port) করে নিতে পারেন এই সুবিধা! আর এতেই ৯০ দিনের জন্য সম্পূর্ণ বিনামূল্যে আইপিএল দেখা যাবে টিভি এবং মোবাইল উভয় ডিভাইসেই!

আরও পড়ুন: Asteroid: মহাজাগতিক দানব ধেয়ে আসছে পৃথিবীর দিকে

দেখে নেওয়া যাক, এই দুর্দান্ত অফারের সমস্ত সুবিধাগুলি:

১) বিনামূল্যে Jio Hotstar সাবস্ক্রিপশন:
২৯৯ টাকা বা তার বেশি রিচার্জ করলেই ৯০ দিনের জন্য Jio Hotstar ফ্রি সাবস্ক্রিপশন পাওয়া যাবে। অর্থাৎ, ২২ মার্চ থেকে শুরু হওয়া আইপিএল ২০২৫ (IPL 2025)-এর একটিও ম্যাচ মিস হবে না।

২) JioFiber & AirFiber ফ্রি ট্রায়াল:
আইপিএল দেখা হবে এবার আরও স্মুথ এবং এক্সাইটিং! কারণ, ২৯৯ বা তার বেশি মূল্যের রিচার্জ করলেই আপনি ৫০ দিনের জন্য ফ্রি JioFiber অথবা Jio AirFiber ট্রায়াল কানেকশন পাবেন (Jio Recharge)। এতে থাকবে আল্ট্রা-ফাস্ট ইন্টারনেট, আনলিমিটেড Wi-Fi, ৪কে (4K) স্ট্রিমিং এবং আরও অনেক কিছু।

৩) ৮০০+ টিভি চ্যানেল এবং ১১+ OTT অ্যাপ:
এই স্পেশাল Jio Fiber প্ল্যানের মাধ্যমে গ্রাহকরা পাবেন ৮০০টিরও বেশি টিভি চ্যানেল দেখার সুবিধা। পাশাপাশি, থাকছে ১১টিরও বেশি প্রিমিয়াম OTT প্ল্যাটফর্ম, যেখানে আপনি সিনেমা, সিরিজ, স্পোর্টস ইত্যাদির ফুল-প্যাকেজ বিনোদন উপভোগ করতে পারবেন।

  • কীভাবে রিচার্জ করবেন?
    এই অফারটি পেতে নিচের পদ্ধতিগুলি অনুসরণ করুন:
    ✅ MyJio অ্যাপ থেকে রিচার্জ করুন ।
    ✅ jio.com ওয়েবসাইট থেকে অনলাইনে পেমেন্ট করুন ।
    ✅ নিকটবর্তী Jio Store বা রিটেইল শপে গিয়ে রিচার্জ করুন ।
    ✅ Missed Call দিন 6000860008 নম্বরে এবং অফারের সম্পূর্ণ তথ্য পান । আইপিএলের পুরো সিজন উপভোগ করুন একদম বিনামূল্যে, তাও আবার Jio Hotstar, Jio Fiber & Jio AirFiber-এর এক্সক্লুসিভ সুবিধার সঙ্গে।

নিউজ পোল বাংলার ফেসবুক পেজের লিঙ্ক: https://www.facebook.com/share/p/12Ey7dgMx9S/