Mamata Banerjee: কলকাতা-লন্ডন সরাসরি বিমান পরিষেবা চালু হোক: মুখ্যমন্ত্রী

আন্তর্জাতিক কলকাতা রাজ্য

নিউজ পোল ব্যুরো: কলকাতা (Kolkata) থেকে লন্ডন (London) সরাসরি উড়ান আবার চালু হোক! লন্ডনে (London) ভারতীয় দূতাবাসে একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করে কলকাতা ও লন্ডনের মধ্যে সরাসরি বিমান পরিষেবা চালু করার দাবি তুলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তাঁর মতে, কলকাতা ও লন্ডনের মধ্যে ঐতিহাসিক সম্পর্ক রয়েছে। এই দুটি শহরের মধ্যে ব্যবসা, সংস্কৃতি এবং বিভিন্ন ক্ষেত্রে এক সুদৃঢ় সংযোগ রয়েছে। তিনি বলেন, এই সংযোগ আরও মজবুত করতে ও বাণিজ্যের সুযোগ বাড়াতে সরাসরি বিমান পরিষেবা (Airline services) পুনরায় চালু করা জরুরি।

আরও পড়ুন:Mamata Banerjee in London: মমতার ভাষণ শুনতে অক্সফোর্ডে যাচ্ছেন সৌরভ

মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) বক্তব্যে বলেন, লন্ডন থেকে কলকাতার দূরত্ব খুব বেশি নয়। তবে সরাসরি বিমান পরিষেবা না থাকায় যাত্রীদের অনেক ঘুরপথে যাতায়াত করতে হয়। তিনি বলেন, “এটি মাত্র ৮ ঘণ্টার পথ তবে আমার এখানে পৌঁছাতে ১৮ ঘণ্টা সময় লেগেছে।” তিনি ব্রিটেনের (Britain) কর্মকর্তাদের কাছে অনুরোধ করেন যে, বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখা হোক। আগে ব্রিটিশ এয়ারওয়েজ কলকাতা থেকে সরাসরি লন্ডন উড়ান পরিচালনা করত বর্তমানে যা বন্ধ রয়েছে। এই পরিষেবা (Airline Service) পুনরায় চালু হলে শুধু যাত্রীদের জন্য নয় দুই দেশের মধ্যে বিনিয়োগ (Investment) ও বাণিজ্যেও (Trade) নতুন সুযোগ তৈরি হবে।

নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিঙ্ক:https://www.facebook.com/share/1XhiZuM5DK/

মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) বাংলার বিনিয়োগ (Investment) সম্ভাবনা নিয়েও আশাবাদী। তিনি বলেন, রাজ্যে বিভিন্ন শিল্প ক্ষেত্রে যেমন ক্ষুদ্র ও মাঝারি শিল্প, তথ্যপ্রযুক্তি ইত্যাদিতে দ্রুত উন্নতি হচ্ছে। তিনি দাবি করেন, পশ্চিমবঙ্গ বর্তমানে দেশের অন্যতম সেরা বিনিয়োগ গন্তব্য। তিনি রাজ্যের উন্নয়নমূলক প্রকল্পগুলোর মধ্যে নিউটাউন ইকোপার্ক, মাদার ওয়াক্স মিউজিয়াম, এবং নিবেদিতার বাড়ি পুনরুদ্ধারের মতো উদ্যোগের কথা তুলে ধরেন। তিনি বলেন, তার সরকার ঐতিহ্য সংরক্ষণের জন্য কাজ করছে। কলকাতা ও লন্ডনের সম্পর্কের গুরুত্ব পুনঃব্যাখ্যা করেন।

লন্ডনে ভারতীয় হাইকমিশনে মুখ্যমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী তাকে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানান। তিনি হাইকমিশনের বিভিন্ন অংশ ঘুরে দেখেন। মমতা বন্দ্যোপাধ্যায় এই সফরে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে বক্তৃতা দেবেন ও বিভিন্ন ব্যবসায়িক আলোচনায় অংশ নেবেন। তাঁর লক্ষ্য পশ্চিমবঙ্গকে আন্তর্জাতিক বিনিয়োগের মানচিত্রে আরও শক্তিশালী অবস্থানে নিয়ে আসা।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT