নিউজ পোল ব্যুরো: স্বাস্থ্য ক্ষেত্রে নতুন এক সাফল্যর পালক জুড়লো রাজ্যের মাথায়। কলকাতা মেডিক্যাল কলেজ ও হাসপাতালকে (Kolkata Medical College And Hospital) ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (ICMR) পূর্ব ভারতের সেরা চিকিৎসা গবেষণা প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি দিয়েছে। এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে আরেকটি গুরুত্বপূর্ণ সরকারি হাসপাতাল এসএসকেএম (SSKM)। পাশাপাশি যক্ষ্মা (Tuberculosis) রোগের চিকিৎসায় রাজ্যের অগ্রগতির প্রশংসাও করেছে কেন্দ্র।
আরও পড়ুন:Mamata Banerjee: বিধানসভায় শুভেন্দুকে আক্রমণ মমতার
কলকাতা মেডিক্যাল কলেজ (Kolkata Medical College) ICMR-এর মূল্যায়নে ৭০ শতাংশ নম্বর পেয়েছে। যা পূর্ব ভারতের মধ্যে সবচেয়ে বেশি। এই মূল্যায়নটি গবেষণা, নতুন চিকিৎসা পদ্ধতির উদ্ভাবন এবং চিকিৎসা পরিকাঠামো উন্নয়ন ভিত্তিক। এই সাফল্যের পর ICMR কলকাতা মেডিক্যাল কলেজকে ১ কোটি ২৫ লক্ষ টাকার অনুদান দিয়েছে। ভবিষ্যতে আরও ১০ কোটি টাকা বরাদ্দ করেছে। চিকিৎসা গবেষণায় কলকাতা মেডিক্যাল কলেজ দীর্ঘকাল ধরে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। বিশেষ করে হৃদরোগ, ক্যানসার, সংক্রামক রোগ ও অন্যান্য গুরুত্বপূর্ণ চিকিৎসা গবেষণায়।
নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিঙ্ক:https://www.facebook.com/share/1XhiZuM5DK/
কলকাতা মেডিক্যাল কলেজের (Kolkata Medical College And Hospital) সুপার অঞ্জন অধিকারী এই সাফল্যকে গর্বের বিষয় হিসেবে উল্লেখ করেছেন। ভবিষ্যতে আধুনিক চিকিৎসা গবেষণার সুযোগ তৈরি করতে আরও কাজ করবেন বলে জানিয়েছেন। একইভাবে, এসএসকেএম হাসপাতালের (SSKM Hospital) আধিকারিকরাও এই স্বীকৃতিতে উচ্ছ্বসিত। তারা উন্নত চিকিৎসা পরিকাঠামো গঠনে এই স্বীকৃতিকে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন।
এই সাফল্যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও (Mamata Banerjee) আনন্দিত। তিনি সামাজিক মাধ্যমে এক পোস্টে কলকাতা মেডিক্যাল কলেজ ও এসএসকেএম হাসপাতালকে এই স্বীকৃতির জন্য অভিনন্দন জানিয়েছেন। তিনি জানিয়েছেন যে, পশ্চিমবঙ্গে স্বাস্থ্য পরিকাঠামো অন্যতম। তিনি আরও বলেছেন, “এই স্বীকৃতি আমাদের স্বাস্থ্য ব্যবস্থার প্রতি আমার বিশ্বাসকে আরও দৃঢ় করেছে।”
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT
এছাড়া, “১০০ দিনের যক্ষ্মা মুক্ত ভারত অভিযান”-এর অধীনে যক্ষ্মা চিকিৎসায় রাজ্যের অগ্রগতির জন্যও প্রশংসিত হয়েছে পশ্চিমবঙ্গ। রাজ্য সরকারের নিরলস প্রচেষ্টার ফলস্বরূপ এই সাফল্য অর্জিত হয়েছে।