Lucknow: ট্রেনে যাত্রীদের বিশ্বাস অর্জন করে মোবাইল চুরি!

দেশ

নিউজ পোল ব্যুরো: লখনউয়ের হারদোই রেলস্টেশনে (Hardoi Railway Station) এক সন্দেহভাজন ব্যক্তিকে পাকড়াও করল (Lucknow) রেলওয়ে পুলিশ (GRP)। প্ল্যাটফর্মে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিল ওই ব্যক্তি। রেল পুলিশ টহল দেওয়ার সময় তাকে আটক করে এবং জিজ্ঞাসাবাদ শুরু করে। প্রাথমিকভাবে নিজের পরিচয় সুরজ সিং বলে জানায় অভিযুক্ত। অভিযুক্ত জানায়, সে একটি নামী কোম্পানিতে (Reputed Company) ট্যুরিংয়ের কাজ করে, তাই তাকে মাসে ২৫ দিন ট্রেনে যাতায়াত করতে হয়। কিন্তু তার চেহারা ও আচরণ সেই পেশার সঙ্গে মিলছিল না। সন্দেহ দানা বাঁধতেই GRP আধিকারিকরা (Railway Police Officers) কড়া জেরা শুরু করেন।

আরও পড়ুন:- MPs Salary Hike: বেতন বাড়ল সাংসদদের, পরিবর্তন দৈনিক ভাতা, পেনশনেও

কিন্তু কথোপকথনের মাঝেই সন্দেহ বাড়তে থাকে। এত ঘন ঘন ট্রেনে যাতায়াত করা সত্ত্বেও তার পোশাক, চালচলন এবং ব্যক্তিত্ব কোনওভাবেই একটি বড় কোম্পানির কর্মীর মতো মনে হচ্ছিল না। এরপরই পুলিশ তার কথার সত্যতা যাচাই করতে শুরু করে এবং আরও গভীর জিজ্ঞাসাবাদ করা হয়। প্রথমে নিজের পরিচয় সম্পর্কে আত্মবিশ্বাসের সঙ্গে কথা বললেও, ক্রমাগত চাপের মুখে তার কথাবার্তায় অসংগতি ধরা পড়ে। এক পর্যায়ে জেরার মুখে সে ভেঙে পড়ে এবং স্বীকার করে যে, সে আসলে এক পেশাদার মোবাইল চোর (Professional Mobile Thief)। ট্রেনে যাতায়াতের নাম করে সে যাত্রীদের কাছ থেকে মোবাইল ও অন্যান্য মূল্যবান জিনিস চুরি করত। সে স্বীকার করে যে, যাত্রীদের সঙ্গে বিভিন্নভাবে সম্পর্ক তৈরি করত। কখনও নিজেকে কোনও গ্রামবাসী হিসেবে পরিচয় দিত, কখনও বলত সে কারও বন্ধুর গ্রামের লোক। এভাবে যাত্রীদের বিশ্বাস অর্জন করত এবং সুযোগ বুঝে মোবাইল, মানিব্যাগ ও অন্যান্য মূল্যবান সামগ্রী হাতিয়ে নিত। GRP অভিযুক্তের কাছ থেকে চুরি করা বেশ কয়েকটি মোবাইল (Stolen Mobile Phones) উদ্ধার করেছে। আরও তদন্ত করে জানা গেছে, তার বিরুদ্ধে একাধিক রেল থানায় (GRP Police Station) চুরির অভিযোগ দায়ের রয়েছে। অনেক দিন ধরেই পুলিশ তার খোঁজ চালাচ্ছিল (Lucknow)। তবে প্রতিবারই কোনও না কোনওভাবে পুলিশের হাত থেকে পালিয়ে যেত সে।

নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিঙ্ক:- https://www.facebook.com/share/164mWXbsyp/

এইবার, GRP-এর কড়া নজরদারির কারণে তাকে হাতেনাতে ধরা সম্ভব হয়েছে। পুলিশের তরফে জানানো হয়েছে যে, ট্রেন ও স্টেশন চত্বরে নিরাপত্তা আরও জোরদার করা হবে, যাতে ভবিষ্যতে এমন অপরাধ রোধ করা যায়। GRP যাত্রীদের সতর্ক করে জানিয়েছে যে, ট্রেনে বা স্টেশনে (Lucknow) অপরিচিত কারও সঙ্গে অতিরিক্ত ঘনিষ্ঠতা এড়িয়ে চলা উচিত। যদি কোনও ব্যক্তি সন্দেহজনক আচরণ করে বা অস্বাভাবিকভাবে যাত্রীদের সঙ্গে মিশতে চায়, তাহলে দ্রুত রেল পুলিশের নজরে আনার পরামর্শ দেওয়া হয়েছে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT