Government Holidays: ছুটির মজা নিতে চান? মার্চে অফিস ও স্কুল বন্ধ একাধিক দিন!

কলকাতা জেলা রাজ্য

নিউজ পোল ব্যুরো: ২০২৫ সালের মার্চ মাসটি সরকারি কর্মচারী (Government Employees) এবং পড়ুয়াদের (Students) জন্য হতে চলেছে ছুটিতে পরিপূর্ণ। যারা অফিস বা স্কুলের ব্যস্ত জীবন থেকে কিছুদিনের জন্য একটু মুক্তি চাইছেন , তাদের জন্য এটি হতে পারে আদর্শ সময়। কারণ এই মাসের শেষে একাধিক সরকারি ছুটি (Public Holidays) রয়েছে, যা পরিবার বা বন্ধুদের সঙ্গে কাটানোর দারুণ সুযোগ এনে দেবে। এ বছরের জানুয়ারি (January) এবং ফেব্রুয়ারির (February) মতোই, মার্চ মাসের শেষেও (March 2025 Holidays) বেশ কিছু গুরুত্বপূর্ণ ছুটি রয়েছে, যার ফলে আপনি চাইলে একাধিক ছোট ছোট ট্রিপ (Short Trips) প্ল্যান করতে পারেন। বিশেষত যারা দীর্ঘদিন ধরে কোনো ঘোরার পরিকল্পনা (Travel Plan) করে উঠতে পারছিলেন না, তাদের জন্য এই মাসটি হতে চলেছে এক কথায় “সোনায় সোহাগা”।

আরও পড়ুন:- Lucknow: ট্রেনে যাত্রীদের বিশ্বাস অর্জন করে মোবাইল চুরি!

মার্চ মাসের ছুটির দিনগুলি অঞ্চলভেদে (State-Wise Holidays) কিছুটা পরিবর্তিত হতে পারে। তবে, পশ্চিমবঙ্গ (West Bengal) সহ বেশ কয়েকটি রাজ্যে নিচের দিনগুলিতে সরকারি অফিস (Government Offices), শিক্ষা প্রতিষ্ঠান (Educational Institutions) এবং অন্যান্য সরকারি দপ্তর (Government Institutions) বন্ধ থাকবে।

১) ২৭ মার্চ (বৃহস্পতিবার) – হরিচাঁদ ঠাকুরের জন্মদিন (Harichand Thakur Jayanti Holiday)
মতুয়া সম্প্রদায়ের (Matua Community) অন্যতম প্রধান ধর্মগুরু হরিচাঁদ ঠাকুরের (Harichand Thakur) জন্মদিন উপলক্ষে রাজ্যের কিছু অংশে সরকারি ছুটি থাকবে।
২) ৩১ মার্চ (সোমবার) – ইদ-উল-ফিতর (Eid-ul-Fitr Holiday)
রমজান মাসের (Ramadan) সমাপ্তির পর মুসলিম সম্প্রদায়ের (Muslim Community) জন্য সবচেয়ে বড় উৎসব ইদ-উল-ফিতর (Eid-ul-Fitr)। এটি ইসলাম ধর্মাবলম্বীদের (Islamic Festival) অন্যতম প্রধান ধর্মীয় উৎসব, যা সারা দেশে উদযাপিত হয়।

৩) ১ এপ্রিল (মঙ্গলবার) – ইদ-উল-ফিতরের পরের দিনের ছুটি
অনেক রাজ্যে ইদের পরের দিনটিও (Eid Holiday) ছুটি হিসেবে ঘোষিত হয়েছে, যাতে মানুষ উৎসবটি উপভোগ করতে পারেন।
এ বছর ২৭ মার্চ (বৃহস্পতিবার) হরিচাঁদ ঠাকুরের জন্মদিনের ছুটি রয়েছে। যদি ২৮ মার্চ (শুক্রবার) অতিরিক্ত ছুটি (Leave Application) নেওয়া যায়, তাহলে আপনি টানা ৬ দিনের ছুটি উপভোগ করতে পারবেন!

নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিঙ্ক:- https://www.facebook.com/share/164mWXbsyp/

এই ৬ দিন ধরে আপনি চাইলে কাছাকাছি কোনো সুন্দর পর্যটনস্থলে (Tourist Destination) ঘুরতে যেতে পারেন। পশ্চিমবঙ্গের দার্জিলিং (Darjeeling), দিঘা (Digha), মন্দারমণি (Mandarmani), শান্তিনিকেতন (Santiniketan) অথবা দীঘির ওপারের পুরী (Puri), ভুবনেশ্বর (Bhubaneswar) অথবা অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম (Visakhapatnam) হতে পারে আদর্শ গন্তব্য। এই টানা ছুটিগুলোর ফলে শুধু সরকারি কর্মচারীরা নয়, স্কুল-কলেজের শিক্ষার্থীরাও (Students & Teachers) বিশ্রাম নেওয়ার সুযোগ পাবে। একইসঙ্গে যারা কর্পোরেট সংস্থায় (Corporate Sector) কাজ করেন, তারাও চাইলে এই সময় একটি সংক্ষিপ্ত অবকাশ যাত্রার (Short Vacation) পরিকল্পনা করতে পারেন। তাই এখনই আপনার ভ্রমণের পরিকল্পনা করে নিন এবং পরিবারের সঙ্গে এক আনন্দময় ছুটির (Holidays with Family) স্বাদ উপভোগ করুন!

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT