নিউজ পোল ব্যুরো: উত্তর ২৪ পরগনার গোপালনগরে এক ভয়ঙ্কর ঘটনার সাক্ষী থাকল স্থানীয় বাসিন্দারা। বিবাহ বহির্ভূত সম্পর্ক (extramarital affair) মেনে নিতে পারেননি স্বামী। স্ত্রীর সঙ্গে বারবার সমঝোতার চেষ্টা করেও ব্যর্থ হন। শেষ পর্যন্ত রাগ ও হতাশার বশে ধারালো অস্ত্র দিয়ে স্ত্রীর উপর ঝাঁপিয়ে পড়েন ওই ব্যক্তি। অভিযোগ, স্ত্রীর প্রেমিকের (lover) বাড়িতে ঢুকে তাঁকে কুপিয়ে হত্যা (Murder Case) করেন তিনি। এরপর নিজের পেটে ছুরি চালিয়ে আত্মহত্যার (suicide attempt) চেষ্টা করেন অভিযুক্ত স্বামী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, উত্তর ২৪ পরগনার গোপালনগর থানার ১৭ নম্বর রেলগেট এলাকার বাসিন্দা সুখদেব মণ্ডলের সঙ্গে বছর দশেক আগে বিয়ে হয় দীপু নামের এক তরুণীর। সুখের সংসারেই দিন কাটাচ্ছিলেন তাঁরা। দুই সন্তানের জননী ছিলেন দীপু। তবে কয়েক বছর আগে দীপু বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েন বলে অভিযোগ। বিষয়টি প্রথমদিকে গোপন থাকলেও পরে সুখদেব তা জানতে পারেন। তখন থেকেই তাঁদের দাম্পত্য কলহ (marital dispute) শুরু হয়। অশান্তি চরমে পৌঁছালে দীপু স্বামীর ঘর ছেড়ে তাঁর প্রেমিকের সঙ্গে থাকতে শুরু করেন। স্ত্রীর ফিরে আসার জন্য বহু চেষ্টা করেছিলেন সুখদেব। একাধিকবার স্ত্রীকে বোঝানোর চেষ্টা করেন তিনি। কিন্তু দীপু আর স্বামীর কাছে ফিরতে চাননি। এই প্রত্যাখ্যান ক্রমশ রাগ ও প্রতিহিংসায় (revenge) পরিণত হয় সুখদেবের মনে।
আরও পড়ুন: Siliguri: গাড়ি বোঝাই বাঁধাকপির আড়ালে মদ পাচার, গ্রেফতার ৪
সোমবার রাতে হঠাৎই দীপুর প্রেমিকের বাড়িতে চড়াও হন সুখদেব। সঙ্গে ছিল একটি ধারালো অস্ত্র। স্থানীয়দের দাবি, তিনি দীপুর সঙ্গে কথা বলার চেষ্টা করেছিলেন। কিন্তু দীপু তাঁর সঙ্গে কথা বলতে রাজি হননি। এরপরই রাগের মাথায় সুখদেব তাঁর স্ত্রীকে এলোপাতাড়ি কোপাতে শুরু করেন। গুরুতর আহত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন দীপু। ঘটনার পর নিজের পেটেও ছুরি চালিয়ে আত্মহত্যার চেষ্টা করেন অভিযুক্ত যুবক। চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে আসেন এবং দেখেন, রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে আছেন সুখদেব ও দীপু। সঙ্গে সঙ্গেই খবর দেওয়া হয় গোপালনগর থানায় (Gopalnagar Police Station)।
পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দ্রুত আহত দু’জনকে বনগাঁ মহকুমা হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা দীপুকে মৃত বলে ঘোষণা করেন। অন্যদিকে সুখদেবের অবস্থা আশঙ্কাজনক। তিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ এরইমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে। এটি শুধুই পারিবারিক অশান্তির (domestic violence) জেরে ঘটেছে, নাকি এর পিছনে অন্য কোনো কারণ রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। সুখদেব সুস্থ হয়ে উঠলে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছে পুলিশ। বর্তমানে অভিযুক্ত যুবক চিকিৎসাধীন রয়েছেন। পুলিশের তদন্ত চলছে। ময়নাতদন্তের (post-mortem) রিপোর্ট হাতে আসার পর আরও তথ্য সামনে আসতে পারে। তবে এই ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয়রা স্তম্ভিত এই মর্মান্তিক হত্যাকাণ্ডে (murder case)।
নিউজ পোল বাংলার ফেসবুক পেজের লিঙ্ক:https://www.facebook.com/share/p/1BtysYaYuL/