নিউজ পোল ব্যুরো: বিধানসভা নির্বাচন (Assembly Elections) যত এগিয়ে আসছে ততই তৃণমূল কংগ্রেসের (TMC) মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব (Clan conflict) প্রকাশ্যে আসছে। মঙ্গলবার এমনই এক ঘটনার সাক্ষী থাকল সাঁকরাইলবাসী (Residents of Sankrail)। মঙ্গলবার (Tuesday) সকাল থেকেই সাঁকরাইলের (Sankrail) চুনপাড়া এলাকায় মাইতি পোলট্রি ফার্মের শ্রমিকরা গেটের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন। শ্রমিকরা অভিযোগ করেন, ফার্ম কর্তৃপক্ষ, আইএনটিইউসির (INTTUC) ব্লক সভাপতি ধীরেন্দ্রনাথ মাহাত এবং সাঁকরাইল তৃণমূল (TMC) ব্লক সভাপতি কমলকান্ত রাউৎ তাদের প্রতি অবিচার করছেন। শ্রমিকদের দাবি, তাদের সাথে কোনো আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত (Decision) নেওয়া হয়নি বরং তাদের অন্ধকারে রেখে মালিকপক্ষের কাজ করা হয়েছে।
আরও পড়ুন:Crime News: সরকারি গাড়ির নম্বর প্লেট লাগিয়ে ডাকাতির ছক, ধৃত ৫
এদিনের প্রতিবাদে (Protest) শ্রমিকরা বলেন, ব্লক সভাপতি কমলকান্ত রাউৎ এবং আইএনটিইউসি (INTTUC) ব্লক সভাপতি ধীরেন্দ্রনাথ মাহাত মালিকদের সঙ্গে হাত মিলিয়ে চুক্তিভিত্তিক শ্রমিকদের ক্ষতি করছেন। তাদের অভিযোগ, গত ছয় মাস ধরে চুক্তিভিত্তিক শ্রমিকদের সঙ্গে একপাক্ষিকভাবে আলোচনা করে তাদের বেতন কমিয়ে দেওয়া হয়েছে । চুক্তির মেয়াদও ৬ মাস থেকে ৫ মাসে নামিয়ে আনা হয়েছে। এর ফলে শ্রমিকদের প্রতি অত্যাচার বৃদ্ধি পেয়েছে এবং তারা কাজ থেকে ছাড়িয়ে দেওয়ার হুমকি পাচ্ছেন।
নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিঙ্ক:https://www.facebook.com/share/1XhiZuM5DK/
শ্রমিকদের আরও অভিযোগ, ব্লক সভাপতি কমলকান্ত রাউৎ বিজেপি থেকে আসা কিছু লোককে দায়িত্ব দিয়েছেন। যারা আগে ইউনিয়ন পরিচালনা করতেন তাদের সরিয়ে দেওয়া হয়েছে। এই সমস্ত কর্মকাণ্ডের ফলে শ্রমিকরা ক্ষুব্ধ হয়ে আন্দোলনে নেমেছেন। তাদের বক্তব্য, তৃণমূলের (TMC) ব্লক সভাপতি ও শ্রমিক সংগঠনের ব্লক সভাপতি মালিকদের স্বার্থে কাজ করছেন। পাশাপাশি শ্রমিকদেরও ক্ষতি করছেন।
এদিনের বিক্ষোভে উপস্থিত ছিলেন কিছু শ্রমিক নেতা, যেমন প্রদীপ মাহাত, রবি মান্না ও বিদ্যাধর মাহাত। তারা প্রত্যেকেই অভিযোগ করেছেন যে, এই ধরনের অবিচারের ফলে শ্রমিকদের অবস্থান দুর্বল হয়ে পড়েছে। তারা একসঙ্গে মিলিত হয়ে এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT