নিউজ পোল ব্যুরো: নিউজ পোল ব্যুরো: শতাব্দী প্রাচীন শীতলা মন্দিরের (Shitala Temple)। সংস্কারের (Temple renovation) কাজে এগিয়ে এলো দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট পৌরসভা (Balurghat Municipality)। মঙ্গলবার থেকে এই ঐতিহাসিক মন্দিরটির পুনর্নির্মাণের (Reconstruction) কার্যক্রম শুরু হয়েছে।
আরও পড়ুন:Sitalkuchi land dispute: জমি নিয়ে সংঘর্ষের জেরে আহত ৮
বালুরঘাট পৌরসভার (Balurghat Municipality) ১৩ নম্বর ওয়ার্ডের মল্লিকপাড়ায় অবস্থিত এই মন্দিরটি প্রায় পাঁচশত বছর আগে প্রতিষ্ঠিত হয়েছিল। ইতিহাস সূত্রে খবর, এক সময় এই এলাকায় বসন্ত রোগের প্রকোপ বেড়ে গেলে স্থানীয় বাসিন্দারা শীতলা দেবীর (Sheetala Devi) আরাধনা শুরু করেছিলেন। এরপর থেকেই মন্দিরটি (Mandir) এলাকার মানুষের ধর্মীয় আস্থা (Religious belief) এবং বিশ্বাসের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে।
দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে মন্দিরটির (Mandir) অবস্থা খারাপ হয়ে পড়েছিল। মন্দিরের পাকা পুনর্নির্মাণের জন্য এলাকার মানুষ পৌরসভাকে আবেদন জানিয়ে আসছিলেন। তাঁদের এই দাবি মেনে অবশেষে বালুরঘাট পৌরসভা (Balurghat Municipality) মন্দিরটির সংস্কার কাজ শুরু করার সিদ্ধান্ত নিয়েছে। পৌরসভার এই উদ্যোগে প্রায় চার লক্ষ টাকা ব্যয় করা হচ্ছে।
নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিঙ্ক:https://www.facebook.com/share/1XhiZuM5DK/
স্থানীয় বাসিন্দা গুরুচরণ মল্লিক জানান, “এই মন্দির আমার পূর্বপুরুষদের সময় থেকে প্রতিষ্ঠিত। তার পুনর্নির্মাণের খবর শুনে আমরা খুবই খুশি। আমাদের প্রাচীন ঐতিহ্য আবার জীবিত হবে।”
বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান অশোক মিত্র (Ashok Mitra) বলেন, “এলাকার মানুষদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে আমরা শীতলা মন্দিরের সংস্কারের (Reform) কাজ শুরু করেছি। আশা করি, মন্দিরটি আরও সুন্দরভাবে সংরক্ষিত থাকবে। এলাকাবাসীর জন্য একটি পবিত্র স্থান হিসেবে টিকে থাকবে।”
মল্লিকপাড়ার বাসিন্দারা এই উদ্যোগে অত্যন্ত সন্তুষ্ট। তাঁরা মনে করছেন, সংস্কারের পর মন্দিরটি আরও সুন্দরভাবে সংরক্ষিত থাকবে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT