নিউজ পোল ব্যুরো: বিহারে মদ নিষিদ্ধ (Liquor Ban) হওয়ায় চোরাচালানের প্রবণতা দিন দিন বাড়ছে। এই নিষেধাজ্ঞার সুযোগ নিয়ে এক শ্রেণির চক্র বেআইনি উপায়ে রাজ্যে মদ পাচার করছে। এমনই এক চক্রের বিরুদ্ধে বড় সাফল্য পেল শিলিগুড়ি (Siliguri) আবগারি দফতর। বিহারে বেআইনি ভাবে মদ পাচারের চেষ্টা রুখে দিয়ে ১৬ লক্ষ টাকা মূল্যের মদ বাজেয়াপ্ত করা করেছে আবগারি দফতর। চার জনকে গ্রেফতার করা হয়েছে।

আরও পড়ুন: Mosquito: মশা থেকে ছড়াচ্ছে ভয়ংকর সংক্রমণ
উল্লেখ্য, বিহারে মদ নিষিদ্ধ থাকলেও চোরাচালান থামানো যাচ্ছে না। প্রশাসন নিয়মিত ধরপাকড় চালালেও চোরাচালানকারীরা নতুন নতুন পদ্ধতিতে মদ পাচারের চেষ্টা করছে। কখনো পণ্যবাহী ট্রাকে (Goods Truck), কখনো ফল বা সবজির বস্তার (Vegetable Sacks) মধ্যে মদ লুকিয়ে পাচার করা হচ্ছে। তবে প্রশাসনের নজরদারির কারণে একের পর এক চক্র ধরা পড়ছে। এই ঘটনায় আবগারি দফতরের সাফল্য আরও একবার প্রমাণ করল যে, প্রশাসন মদ পাচার রুখতে সক্রিয় রয়েছে। তবে এই ধরণের বেআইনি কার্যকলাপ রুখতে আরও কড়া পদক্ষেপ নেওয়া প্রয়োজন বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

সূত্রে জানা গিয়েছে, সিকিম থেকে বিপুল পরিমাণ মদ বিহারে পাচারের ছক করা হয়েছিল। সেই তথ্যের ভিত্তিতে মঙ্গলবার ভোররাতে অভিযান চালানো হয় শিলিগুড়ির (Siliguri) চম্পাসারি (Champasari) এলাকায়। মহানন্দা ব্রিজের কাছে যখন দুটি গাড়ি যাচ্ছিল, তখন সেটি আটক করে তল্লাশি চালানো হয়। তল্লাশির সময় দেখা যায়, গাড়ির মধ্যে রাখা হয়েছে বিশাল সংখ্যক বাধাকপির বস্তা (Cabbage Sacks)। আর তার নিচেই লুকিয়ে রাখা হয়েছিল ৭২ কার্টুন (Cartons) বিভিন্ন ব্র্যান্ডের মদ (Liquor)। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বাজেয়াপ্ত হওয়া মদের বাজারমূল্য প্রায় ১৬ লক্ষ।
নিউজ পোল বাংলার ফেসবুক পেজের লিঙ্ক: https://www.facebook.com/share/p/1BKTNgqF6B/