Sitalkuchi land dispute: জমি নিয়ে সংঘর্ষের জেরে আহত ৮

জেলা রাজ্য

নিউজ পোল ব্যুরো: জমি দখল নিয়ে দীর্ঘদিন ধরে চলা বিরোধের জেরে কোচবিহার জেলার শীতলকুচি ব্লকের পেটলা নাপাড়া গ্রামে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে (Sitalkuchi Land Dispute)। দুই পক্ষের সংঘর্ষে আটজন আহত হয়েছেন বলে সূত্রের খবর। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শীতলকুচি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। স্থানীয় সূত্রের খবর, পেটলা নাপাড়ার বাসিন্দা মোসলেম মিয়া এবং ইয়াজুল মিয়া-র মধ্যে প্রায় দুই বিঘা জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ (land dispute) চলছিল। ইয়াজুল মিয়ার দাবি, তিনি জমির অংশীদার এবং বিষয়টি নিয়ে আদালতে মামলা চলছে। তবে মোসলেম মিয়া দীর্ঘদিন ধরে জমিতে চাষাবাদ (cultivation) করে আসছেন এবং তিনি জমিটির প্রকৃত মালিক বলে দাবি করেন।

আরও পড়ুন:- Crime News: সরকারি গাড়ির নম্বর প্লেট লাগিয়ে ডাকাতির ছক, ধৃত ৫

মঙ্গলবার সকালে মোসলেম মিয়া জমিতে ট্রাক্টর (tractor) নিয়ে চাষাবাদ শুরু করলে, ইয়াজুল মিয়ার ছেলে এসে বাধা দেন। প্রথমদিকে ট্রাক্টর সরিয়ে নিলেও পরে মোসলেম মিয়া গরু দিয়ে চাষাবাদ (Sitalkuchi Land Dsipute) শুরু করেন। এরপর দুই পক্ষের মধ্যে উত্তেজনা চরমে ওঠে। এক পর্যায়ে লাঠিসোটা (sticks and weapons) নিয়ে দুই পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে আটজন আহত (eight injured) হন বলে জানা গেছে। সংঘর্ষের খবর পেয়ে শীতলকুচি থানার পুলিশ (Sitalkuchi Police) দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে, যাতে আর কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে।

নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিঙ্ক:- https://www.facebook.com/share/164mWXbsyp/

এই ঘটনা (Sitalkuchi Land Dispute) আবারও প্রমাণ করল, জমি সংক্রান্ত বিরোধ (land conflict) কীভাবে সামাজিক বিশৃঙ্খলার সৃষ্টি করতে পারে। জমি দখল নিয়ে বহু গ্রামে এমন সংঘর্ষের ঘটনা ঘটে, যা স্থানীয় প্রশাসনের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। বিশেষজ্ঞদের মতে, আইনি পদ্ধতি (legal process) অনুসরণ করে জমি সংক্রান্ত সমস্যাগুলোর সমাধান করা উচিত, যাতে এই ধরনের সহিংসতা এড়ানো যায়। বর্তমানে পুলিশের তরফ থেকে জানানো হয়েছে, পরিস্থিতি স্বাভাবিক হলেও তদন্ত (investigation) চলছে এবং অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। গ্রামবাংলায় জমি সংক্রান্ত বিরোধ (land dispute) নতুন কিছু নয়। বহু বছর ধরে বহু পরিবার জমির মালিকানা, দখল ও চাষাবাদ নিয়ে দ্বন্দ্বে জড়িয়ে পড়েছে। কখনো তা আইনি পথে মীমাংসা হয়, আবার কখনো তা গড়ায় সংঘর্ষে। জমির জন্য বিবাদ শুধু ব্যক্তিগত ক্ষতি নয়, সামগ্রিকভাবে সমাজে বিশৃঙ্খলা (social unrest) সৃষ্টি করতে পারে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT