Sonu Sood: গাড়ি দুর্ঘটনায় আহত অভিনেতা সোনু সুদের স্ত্রী

দেশ

নিউজ পোল ব্যুরো: দুর্ঘটনার কবলে অভিনেতা সোনু সুদের (Sonu Sood) স্ত্রী সোনালি সুদ (Sonali Sood)। মুম্বই-নাগপুর হাইওয়েতে (Mumbai-Nagpur highway) এক বড় দুর্ঘটনায় (Accident) আহত হয়েছেন অভিনেতার স্ত্রী। ঘটনায় অল্পের জন্য বড় বিপদ থেকে রক্ষা পেয়েছেন তিনি এবং তার পরিবারের সদস্যরা।

সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার মুম্বই-নাগপুর হাইওয়েতে দুর্ঘটনা ঘটেছিল। সোনালি তার বোনের ছেলে এবং অন্য একজন মহিলার সঙ্গে ভ্রমণ করছিলেন। তাদের গাড়িটি একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে। তবে সৌভাগ্যবশত, কেউ গুরুতর আহত হননি। অভিনেতা তাঁর স্ত্রীর অবস্থা সম্পর্কে অনুগামীদের আপডেট দিয়েছেন এবং জানিয়েছেন, “তিনি(স্ত্রী) এখন ভালো আছেন। অলৌকিকভাবে বেঁচে গিয়েছেন। ওম সাই রাম।” এদিন ক্ষতিগ্রস্ত গাড়ির ছবিও সামনে এসেছে। অভিনেতা জানিয়েছেন, তাঁর স্ত্রী সোনালি বর্তমানে নাগপুরে আছেন। খবরটি শোনার পর, সোনু সুদ তৎক্ষণাৎ নাগপুরের উদ্দেশ্যে রওনা হন । মারফত জানা গিয়েছে সোমবার রাতে সোনালী সুদ তার ভাগ্নে এবং বোনের সঙ্গে মুম্বাই নাগপুর হাইওয়ে দিয়ে যাচ্ছিলেন। যে গাড়িটিতে তারা ছিলেন সেই গাড়িটি চালাচ্ছিলেন তাঁর ভাগ্নে।

আরও পড়ুনঃ Madhya Pradesh: সেনাকর্মীদের উপর হামলা ও বান্ধবীকে গণধর্ষণের দায়ে ৫ জনের যাবজ্জীবন

দুর্ঘটনার পরেই সোনালী সুদ সহ আরো দুজনকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চোট গুরুতর না হওয়া সত্ত্বেও তাদেরকে ৪৮ ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হয়। এই গাড়ির দুর্ঘটনা প্রসঙ্গে সোনু সুদ (Sonu Sood) জানান, “প্রথমে গাড়ির অবস্থা দেখে খুব ভয় পেয়ে গেছিলাম, ঈশ্বরের আশীর্বাদে বড় কোন বিপদ হয়নি। প্রাথমিক অনুমান যেহেতু হাইওয়েতে গাড়িটি চলছিল গাড়ির স্পিড নিয়মের তুলনায় বেশি ছিল যার ফলে গাড়ি নিয়ন্ত্রণ করতে না পারায় এই পথ দুর্ঘটনা।”

নিউজ পোল বাংলার ফেসবুক পেজের লিঙ্ক:https://www.facebook.com/share/p/1BtysYaYuL/