নিউজ পোল ব্যুরো: মার্চ মাস প্রায় শেষের পথে, আর তার সঙ্গেই দক্ষিণবঙ্গের (South Bengal) মনোরম বৃষ্টির পরিবেশও ক্রমশ বিদায় নিচ্ছে (Weather Forecast)। আবহাওয়া দফতরের (Weather Office) পূর্বাভাস অনুযায়ী, আগামী দিনে দক্ষিণবঙ্গে (South Bengal Weather) বৃষ্টির সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। বরং আবারও বাড়তে চলেছে গরমের দাপট, উর্ধ্বমুখী হবে তাপমাত্রার পারদ (Temperature Rise)। যদিও আজ, সোমবার দক্ষিণবঙ্গের পশ্চিমের মাত্র তিনটি জেলায় (Districts of South Bengal) বিক্ষিপ্ত বৃষ্টির (Scattered Rainfall) সম্ভাবনা রয়েছে, তবে অধিকাংশ জায়গাতেই বজায় থাকবে শুষ্ক আবহাওয়া (Dry Weather)। আজ, মঙ্গলবার কলকাতার (Kolkata) সর্বনিম্ন তাপমাত্রা (Minimum Temperature) ২২.১ ডিগ্রি সেলসিয়াস হতে পারে, যা স্বাভাবিকের চেয়ে ২ ডিগ্রি কম। তবে এই আরামদায়ক আবহাওয়া বেশিদিন স্থায়ী হবে না বলেই মনে করছে হাওয়া অফিস (Weather Department)। আগামী তিন দিনের মধ্যে ধাপে ধাপে বাড়তে শুরু করবে পারদ। কলকাতা-সহ গাঙ্গেয় বঙ্গের (Gangetic Bengal) জেলাগুলিতে তাপমাত্রা ৩ থেকে ৫ ডিগ্রি পর্যন্ত বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ, খুব শীঘ্রই দিনের তাপমাত্রা (Day Temperature) ৩৫ ডিগ্রির গণ্ডি পেরিয়ে যাবে।
আরও পড়ুন:- Bengal Weather: দক্ষিণবঙ্গে আবহাওয়ার বদল!
মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গে (South Bengal) আর তেমন কোনো বৃষ্টিপাতের (Rainfall) সম্ভাবনা নেই। যদিও আজ মঙ্গলবার পশ্চিমের কিছু জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি (Isolated Rainfall) হতে পারে, তবে তা সাময়িক। গরমের হাত থেকে স্বস্তি মিলবে না বলেই মনে করা হচ্ছে (Weather Forecast)। বরং আগামী তিন দিনে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের (Gangetic West Bengal) বিভিন্ন জেলায় পারদ আরও ঊর্ধ্বমুখী হবে। এদিকে, দক্ষিণবঙ্গের মতো উত্তরবঙ্গেও (North Bengal) গত কয়েকদিনে ঝড়-বৃষ্টি (Thunderstorms and Rain) হয়েছে। তবে সেই পরিস্থিতির পরিবর্তন হতে চলেছে। আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামীকাল থেকে উত্তরবঙ্গের তাপমাত্রা (North Bengal Temperature) ৪ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। এরপর টানা দুই-তিন দিন আবহাওয়ায় বিশেষ কোনো পরিবর্তন আসবে না। তবে গরমের মধ্যে কিছুটা স্বস্তি দিতে সপ্তাহের শেষে আবারও উত্তরবঙ্গের কয়েকটি জেলায় (North Bengal Districts) বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে, শুক্রবার দার্জিলিং (Darjeeling), কালিম্পং (Kalimpong), এবং জলপাইগুড়ি (Jalpaiguri) জেলায় (North Bengal Rainfall) ফের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফলে যারা এই সময় পাহাড়ে (Hills of North Bengal) ঘুরতে যাওয়ার পরিকল্পনা করছেন, তাদের জন্য আবহাওয়া সম্পর্কে সতর্ক থাকা জরুরি।
নিউজ পোল বাংলা ফেসবুক পেজের:- https://www.facebook.com/share/164mWXbsyp/
গরমের দাপট (Heatwave) বাড়বে কিনা, সেই বিষয়ে এখনও নিশ্চিত কিছু বলেনি (Weather) হাওয়া অফিস। তবে সামগ্রিকভাবে দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের (Weather Forecast) আবহাওয়ার যে পরিবর্তন হতে চলেছে, তা স্পষ্ট। দক্ষিণবঙ্গে (South Bengal Temperature) ৩৫ ডিগ্রি ছাড়িয়ে যাবে দিনের তাপমাত্রা, আর উত্তরবঙ্গেও গরম বাড়বে। তাই যারা সামনের দিনে বাইরে বেরোবেন, তারা যেন প্রচণ্ড গরমের কথা মাথায় রেখে উপযুক্ত ব্যবস্থা নেন। হালকা পোশাক পরা, পর্যাপ্ত জল পান করা এবং রোদ থেকে যতটা সম্ভব দূরে থাকা উচিত। গরমের এই উর্ধ্বমুখী ধারা (Rising Temperature) আরও কতদিন চলবে, তা জানতে নজর রাখতে হবে আবহাওয়া দফতরের পরবর্তী আপডেটের (Weather Update) দিকে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT