Tamim Iqbal: জ্ঞান ফিরেছে প্রাক্তন বাংলাদেশ অধিনায়কের

ক্রিকেট ক্রীড়া

নিউজ পোল ব্যুরো: জ্ঞান ফিরলো তামিম ইকবালের (Tamim Iqbal)। সোমবার ঢাকা প্রিমিয়ার লিগের (DPL) ম্যাচ চলাকালীন হঠাৎ‌ই হৃদরোগে আক্রান্ত হয়ে পড়েন প্রাক্তন বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবাল (Tamim Iqbal)। তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। হৃদযন্ত্রে স্টেন্ট বসানো হয়েছে তাঁর। সাভারে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (BKSP) শাইনপুকুর ক্রিকেট ক্লাব বনাম মহামেডান স্পোর্টিং ক্লাবের ম্যাচে টসের পর হঠাৎই বুকে অস্বস্তি অনুভব করেন তিনি।

আরও পড়ুন: Tamim Iqbal: হৃদরোগে আক্রান্ত প্রাক্তন বাংলাদেশ অধিনায়ক

মঙ্গলবার মহামেডান স্পোর্টিংয়ের প্রধান কর্তা তারিকুল ইসলাম জানিয়েছেন, “তামিম (Tamim Iqbal) এখন ভাল আছেন। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেছেন এবং চিকিৎসকদের পরামর্শ মেনে কিছুক্ষণ হেঁটেওছেন।” হাসপাতালের পক্ষ থেকে মেডিক্যাল ডিরেক্টর রাজীব হাসান বলেছেন, “সঙ্কটজনক অবস্থায় তামিমকে হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। পরীক্ষার পর তাঁর হৃদযন্ত্রে ব্লকেজ পাওয়া যায়। অ্যাঞ্জিওপ্লাস্টি করে স্টেন্ট বসানো হয়েছে তাঁর ধমনীতে। তবে তিনি এখন স্থিতিশীল রয়েছেন।“ চিকিৎসকরা মনে করছেন সবকিছু ঠিকঠাক থাকলে আগামী তিন মাসের মধ্যে মাঠে ফিরতে পারবেন তামিম।

আগামী ৪৮ ঘন্টা পর্যবেক্ষণে রাখা হবে বাঁহাতি ওপেনারকে (Tamim Iqbal)‌। পরিবারের পাশাপাশি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি সহ আর‌ও অনেক কর্মকর্তা হাসপাতালে গিয়েছেন তাঁর সঙ্গে দেখা করতে। গিয়েছেন মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, মাহমুদুল্লাহর মত তাঁর সতীর্থরাও। তামিমের জ্ঞান ফিরতে স্বস্তি ফিরেছে ওপার বাংলা সহ বিশ্ব ক্রিকেট মহলে। বাংলাদেশের হয়ে বিভিন্ন ফরম্যাটে ৩৯১টি ম্যাচ খেলেছেন তামিম। সবমিলিয়ে ১৫০০০ রান আন্তর্জাতিক রান রয়েছে তাঁর ঝুলিতে।

নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/1EA79Afcw5/

তামিমের (Tamim Iqbal) ঘটনায় উদ্বেগ প্রকাশ করে তাঁর প্রাক্তন সতীর্থ শাকিব আল হাসান সমাজ মাধ্যমে লিখেছেন, “দয়া করে প্রার্থনা করুন আমার ভাই যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে আবারও মাঠে ফিরে আসে।“ ঘটনাচক্রে সোমবার ছিল তাঁর জন্মদিন। ৩৮ -এ পা রাখলেন প্রাক্তন বাংলাদেশী অলরাউন্ডার। যদিও এই ঘটনার অভিঘাতে নিজের জন্মদিন পালন করেননি তিনি। তামিমের সুস্থতা কামনা করেছেন প্রাক্তন ভারতীয় অলরাউন্ডার যুবরাজ সিং‌ও। তিনি লিখেছেন, “তুমি এর আগেও অনেক কঠিন প্রতিপক্ষ সামলেছো শক্ত হাতে। এবারেও পারবে।“