Voter List: ভোটার তালিকা থেকে হিন্দুদের নাম বাদ দিচ্ছে তৃণমূল, বিস্ফোরক অমিত মালব্য

কলকাতা রাজনীতি

নিউজ পোল ব্যুরো: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগের পর থেকেই ভোটার লিস্ট (Voter List) নিয়ে দেশজুড়ে ঝড় উঠেছে। মুখ্যমন্ত্রী বলেছিলেন মহারাষ্ট্রে ও দিল্লিতে বিজেপি কিভাবে জিতেছে তা ধরে ফেলেছে তৃণমূল। বাংলায় সেই খেলা টিকবে না বলেও জানিয়ে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। এই নিয়ে সুর চড়াতে দেখা গিয়েছে তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। এমনকি নির্বাচন কমিশনও তৃণমূলের (TMC) অভিযোগ পাওয়ার পর ভোটার কার্ডের এপিক নম্বর আলাদা করা নিয়ে নির্দেশিকা জারি করেছে। তবে ভোটার ইস্যু নিয়ে তৃণমূল একা গোল দেবে তা কি হয়। এই ইস্যুতে ময়দানে নেমেছে বিজেপিও (BJP)। পদ্ম শিবিরের দাবি পশ্চিমবঙ্গের তৃণমূল সরকার ভোটার তালিকা থেকে হিন্দুদের নাম বাদ দিচ্ছে। এই অভিযোগ আগেই করেছেন শুভেন্দু অধিকারী থেকে সুকান্ত মজুমদার। এবার আসরে নামলেন বিজেপির কেন্দ্রীয় সহ-পর্যবেক্ষক অমিত মালব্য (Amit Malviya)।

এক্স হ্যান্ডেলে প্রমান সহ তিনি অভিযোগ করেছেন। বেশ কয়েকটি ছবি সহ তিনি সমাজমাধ্যমে লিখেছেন, “পশ্চিমবঙ্গের তৃণমূল সরকার ভোটার তালিকা থেকে হিন্দুদের নাম বাদ দিচ্ছে, বিশেষ করে সীমান্তবর্তী এলাকায় বাংলাদেশি ও রোহিঙ্গা ভোটারদের নাম যুক্ত করছে।উদাহরণস্বরূপ, বিজেপির শক্ত ঘাঁটি নদীয়াতে, আব্দুল রহমান শেখের অনুরোধ পাওয়ার পর, ব্লক ডেভেলপমেন্ট অফিসার (বিডিও) একই দিনে ৯৮ জন হিন্দুর নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার প্রক্রিয়া শুরু করেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে।” তাঁর আরও অভিযোগ, “ভোটার তালিকা তৈরিতে বিডিও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং মমতা বন্দ্যোপাধ্যায় জানেন যে রাজ্যে মুসলিমরা তাঁকে ভোট দেয়। এই বিষয়টি হিন্দুদের ভোটাধিকার থেকে বঞ্চিত করার একটি ইচ্ছাকৃত প্রচেষ্টা।”

আরও পড়ুনঃ Murder Case: স্ত্রীকে নৃশংস হত্যা, আত্মহত্যার চেষ্টা স্বামীর

তৃণমূল যখন ভোটার তালিকা (Voter List) থেকে ‘ভুয়ো’ ভোটার সরাতে তৎপর ঠিক তখনই হিন্দুদের ভোটার তালিকা থেকে সরানো নিয়ে সরব হয়েছে বিজেপি। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী গত ২৭ ফেব্রুয়ারি থেকে এই ভোটারদের নাম কাটা শুরু হয়েছে বলে সাংবাদিক বৈঠকে দাবি করেছেন। তিনি বলেন, “ভোটার তালিকায় হিন্দুদের নাম কেটে দেওয়া হচ্ছে। নির্বাচন কমিশনকে বলব কৃষ্ণনগরের বিডিও-কে স্যাক করতে।” তিনি দাবি করেন, “সত্যিই যদি পশ্চিমবঙ্গে ভুয়ো ভোটার ধরতে হয়, তাহলে ভোট দানের আগে বায়োমেট্রিক পদ্ধতিতে পরিচয় যাচাই করা হোক।”

নিউজ পোল বাংলার ফেসবুক পেজের লিঙ্ক:https://www.facebook.com/share/p/1BtysYaYuL/