Haldia: হলদিয়া বন্দরে এসে নিখোঁজ বাংলাদেশী নাবিক, ৬ দিন পরেও মিলল না খোঁজ

জেলা

মিলন পন্ডা, হলদিয়াঃ ৬ দিন পার হয়ে গেলেও খোঁজ মিললো না বাংলাদেশী জাহাজের নাবিক আরিফ সেখের। বন্দর থেকে কিভাবে নিখোঁজ হলো ওই নাবিক তা নিয়ে চলছে তদন্ত। সূত্রের খবর, ৯ জন নাবিকসহ একটি জাহাজ বাংলাদেশ থেকে হলদিয়া(Haldia) বন্দরে আসে গত ১৮ই মার্চ। হলদিয়া থেকে ফ্লাই অ্যাশ বোঝাই করে বাংলাদেশ ফেরার কথা ছিল তাদের। ওই জাহাজের নাবিক আরিফ ২০ তারিখ থেকে আচমকা নিখোঁজ হয়ে যায়।

জাহাজের নাবিক আচমকা নিখোঁজ হয়ে যাওয়ার পর থেকেই শোরগোল পড়েছে বন্দরজুড়ে। কড়া নিরাপত্তার মধ্য থেকে কিভাবে নিখোঁজ হয়ে গেলেন ওই নাবিক তা খুঁজে বের করতে তদন্ত চালাচ্ছে পুলিশ। ইতিমধ্যে দফায় দফায় ইন্ডিয়ান কোস্ট গার্ডের তরফ থেকে তল্লাশি চালানো হচ্ছে। সমুদ্রেও একাধিকবার নিখোঁজ নাবিকের খোঁজ চালিয়েছে তারা। বর্তমানে ৬ দিন পার হলেও খোঁজ মেলেনি ওই বাংলাদেশি জাহাজের নাবিকের। গত ২১ তারিখ হলদিয়া থানায় নাবিকের নিখোঁজ হওয়া নিয়ে অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশও এই ঘটনায় তদন্তে নেমেছে। বর্তমানে নিখোঁজ থাকার কারণে বাংলাদেশী ওই জাহাজটি হলদিয়ার ইনল্যান্ড ওয়াটার ওয়েজ জেটিতে আটকে রয়েছে।

আরও পড়ুনঃ Barasat :ব্যস্ততম রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে কন্টেনারের ধাক্কা গ্যাস সিলিন্ডার ভর্তি ট্রাকে

ওই জাহাজের বাকি সহকারি নাবিকরা জানিয়েছেন, ২০ তারিখ হলদিয়ায় (Haldia) জাহাজের পাইপের মাধ্যমে যখন অ্যাশ লোড করার কাজ চলছিল সেই সময় সন্ধ্যার দিকে শেষ তাকে দেখতে পাওয়া যায়। কাজের তদারকি করছিলেন ওই নাবিক। এরপর থেকে আর খোঁজ মেলেনি ওই নাবিকের। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে বন্দর শহরে। বর্তমান বাংলাদেশ পরিস্থিতির মাঝে এই ধরনের ঘটনায় শোরগোল পড়েছে এদেশে। হলদিয়া থানার আইসি রাজর্ষি দপ্তর জানান, “ওই নাবিকের খোঁজে তদন্ত চলছে। এখনো খোঁজ পাওয়া যায়নি।” হঠার করেই কোথায় উধাও হয়ে গেলেন তা নিয়েই চলছে তল্লাশি।

নিউজ পোল বাংলার ফেসবুক পেজের লিঙ্ক: https://www.facebook.com/reel/1725912741650887