নিউজ পোল ব্যুরো: স্বপ্নপূরণ হতে চলেছে বাঁকুড়াবাসীর! নতুন ইন্টারসিটি এক্সপ্রেস (Intercity Express) চালু হতে চলেছে বাঁকুড়া (Bankura) থেকে হাওড়া (Howrah) যাওয়ার জন্য। যার পথ হবে মশাগ্রাম হয়ে। সম্প্রতি রেলমন্ত্রক এই রুটের জন্য অনুমোদন দিয়েছে। বাঁকুড়ার বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের (Aswini Vaishnav) কাছে এই প্রকল্পের জন্য আবেদন করেছিলেন। মঙ্গলবার রেলমন্ত্রকের পক্ষ থেকে আনুষ্ঠানিক অনুমোদন দেওয়া হয়েছে।
আরও পড়ুন:Howrah train cancellation : হাওড়া স্টেশনে আসছেন? বাতিল একাধিক ট্রেন!
জয়রামবাটি থেকে বড় গোপীনাথপুর স্টেশন পর্যন্ত রেলপথ নির্মাণের কাজ সম্পূর্ণ হয়ে গেছে। পূর্ব রেলওয়ে ২৭ তারিখে প্রথম পরীক্ষামূলক ট্রেন চালানোর (Intercity Express) প্রস্তুতি নিচ্ছে। এই নতুন রুটের ফলে হাওড়া এবং বাঁকুড়া স্টেশনের মধ্যে দূরত্ব কমে গিয়ে ১৮৫ কিলোমিটার হবে। এর ফলে যাত্রীরা দ্রুত এবং সহজে হাওড়া (Howrah) থেকে বাঁকুড়া (Bankura) পৌঁছাতে পারবেন।

এই রেলপথটি বিশেষভাবে মশাগ্রাম স্টেশনকে পূর্ব রেল ও দক্ষিণ পূর্ব রেলের সংযোগকারী একটি গুরুত্বপূর্ণ স্টেশন হিসেবে প্রতিষ্ঠিত করবে। আগে যাত্রীরা হাওড়া থেকে খড়গপুর হয়ে বাঁকুড়া পৌঁছাতে বাধ্য হতেন, কিন্তু এখন মশাগ্রাম রুট চালু হলে সরাসরি হাওড়া থেকে বাঁকুড়ায় পৌঁছানো যাবে। বিশেষত, পাত্রসায়র, ইন্দাস, ও সোনামুখী অঞ্চলের মানুষ এই নতুন ট্রেন (Train) সেবা থেকে অনেক উপকৃত হবেন।
নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিঙ্ক:https://www.facebook.com/share/1XhiZuM5DK/
এছাড়া, বাঁকুড়াবাসীর জন্য আরেকটি সুখবর বিষ্ণুপুর থেকে জয়রামবাটি পর্যন্ত নতুন রেলপথ চালু হতে চলেছে। এটি তারকেশ্বর-বিষ্ণুপুর রেলপথের অংশ হবে। এই রেলপথ চালু হলে বিষ্ণুপুর থেকে সরাসরি জয়রামবাটি যাওয়া যাবে। এই জয়রামবাটি মা সারদার জন্মস্থান হিসেবে পরিচিত, এখন আরও সহজে যাতায়াতের জন্য যুক্ত হবে বিষ্ণুপুরের সঙ্গে। এটি পরবর্তী সময়ে পর্যটকদের জন্যও একটি গুরুত্বপূর্ণ সেবা হয়ে উঠবে।
এই নতুন রেলপথ ও ইন্টারসিটি এক্সপ্রেস (Intercity Express) চালু হওয়ায় বাঁকুড়া, মশাগ্রাম, ও হাওড়া অঞ্চলের মানুষের জন্য যাত্রা অনেক বেশি সুবিধাজনক এবং দ্রুত হবে। মানুষের দৈনন্দিন যাতায়াতের জন্য এটি অত্যন্ত সহায়ক হবে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT