Barasat :ব্যস্ততম রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে কন্টেনারের ধাক্কা গ্যাস সিলিন্ডারের ট্রাকে

কলকাতা জেলা

শ্যামল নন্দী,বারাসাত: বারাসাত (Barasat) শহরের ব্যস্ত দুপুর এক নিমেষে পরিণত হল বিভীষিকাময় দৃশ্যে। বুধবার দুপুর তিনটে নাগাদ একটি কন্টেনার নিয়ন্ত্রণ হারিয়ে দাপিয়ে বেড়াতে শুরু করে বারাসত শহরের ব্যস্ততম রাস্তায়। ডাকবাংলো মোড় থেকে হেলা বটতলা পর্যন্ত কন্টেনারটি একাধিক গাড়িকে ধাক্কা মেরে একটি গ্যাস সিলিন্ডারের ট্রাকের পেছনে ধাক্কা মেরে দাঁড়িয়ে যায়। এরপর আচমকা কন্টেনারে আগুন লেগে যায়। আগুন এতটাই প্রকোট ছিল যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পথ চলতি মানুষ ছোটাছুটি শুরু করে।

প্রত্যক্ষদর্শীদের মতে, একটি কন্টেনার সম্পূর্ণ নিয়ন্ত্রণ হারিয়ে একের পর এক গাড়ি ও পথচারীদের ধাক্কা দিতে থাকে। প্রচণ্ড গতিতে চলতে থাকা কন্টেনার প্রথমে একাধিক মোটরসাইকেল এরপর অটো-রিকশা-কে ধাক্কা মেরে এগিয়ে যায়। একটি মোটরসাইকেল কন্টেনার এর সাথে আটকে প্রায় দু’কিলোমিটার পর্যন্ত যেতে থাকে। দুর্ঘটনার মাত্রা এতটাই ভয়াবহ ছিল যে, রাস্তার আশপাশে থাকা মানুষ প্রাণভয়ে ছুটতে শুরু করে। প্রত্যক্ষদর্শীদের মতে, রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা গ্যাস সিলিন্ডার ট্রাক-এর পেছনে সজোরে ধাক্কা মারে কন্টেনাটি। এরপর কন্টেনারে আগুন লেগে যায়। দাউদাউ করে জ্বলতে থাকে। কন্টেনারটি বারাসাত হেলাবটতলা এলাকায় পৌঁছায়, তখন সেটির ভেতরে একাধিক বিস্ফোরণ ঘটে বলে দাবী স্থানীয়দের। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায় গোটা এলাকা। স্থানীয় মানুষ ও ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়। কারণ ওই এলাকায় রয়েছে একাধিক পেট্রোল পাম্প এবং ঘন জনবসতি।

আরও পড়ুনঃ Kolkata: শহরে বন্ধ ঘর থেকে উদ্ধার বৃদ্ধার দগ্ধ দেহ

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকল বাহিনী (fire brigade)। বারাসাত থানার পুলিশ। দমকলের একাধিক ইঞ্জিন দীর্ঘ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে, কন্টেনারটি কার্যত ভস্মীভূত হয়ে যায়। এই ঘটনায় একাধিক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন এবং তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দুর্ঘটনাগ্রস্ত কন্টেনারটি ছিল একটি জনপ্রিয় ই-কমার্স সংস্থার মালবাহী ট্রাক। যা অনলাইন কেনাকাটার জন্য ব্যবহৃত হত। এই ঘটনায় বারাসাত (Barasat) শহরে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। হতাহতের খবর নেই। তবে এই দুর্ঘটনার জন্য কন্টেনারটির যান্ত্রিক ত্রুটি ছিল নাকি চালক নিয়ন্ত্রণ হারিয়ে এই ঘটনা ঘটিয়েছে তা ক্ষতিয়ে দেখছে বারাসাত থানার পুলিশ।

নিউজ পোল বাংলার ফেসবুক পেজের লিঙ্ক: https://www.facebook.com/reel/1725912741650887