শ্যামল নন্দী, বারাসাত: বারাসাত স্টেডিয়ামের (Barasat Stadium) পরিদর্শনে এলেন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাস। এদিন পশ্চিমবঙ্গ সরকারের ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাস (Arup Biswas) বারাসাত স্টেডিয়ামকে (Barasat Stadium) আন্তর্জাতিক মানের ক্রীড়াঙ্গন তৈরি করতে সরেজমিনে মাঠের অবস্থা পরিদর্শনে এলেন সঙ্গে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের পরিকল্পনা (Plan) করেন। তিনি মাঠের ঘাস ও মাটি পরীক্ষা করেন। এই সময় তার সাথে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য ও সরবরাহ দফতরের ভারপ্রাপ্ত মন্ত্রী রথীন ঘোষ, সাংসদ পার্থ ভৌমিক এবং প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক।
আরও পড়ুন:Cyber Crime: প্রতারক নিজেই প্রতারণার স্বীকার

এদিন অরূপ বিশ্বাস জানিয়েছেন, বারাসাত স্টেডিয়ামটি (Barasat Stadium) কলকাতা ফুটবল লিগের গুরুত্বপূর্ণ ম্যাচের জন্য উপযুক্ত করে তোলা হবে। এছাড়া, স্টেডিয়ামে জাতীয় এবং আন্তর্জাতিক মানের ক্রীড়া প্রতিযোগিতাও আয়োজিত হবে। মন্ত্রী আরও বলেন, “এটি হবে এক আধুনিক ক্রীড়াঙ্গন, যা বিশ্বের অন্যান্য স্টেডিয়ামের সাথে প্রতিযোগিতা করতে সক্ষম হবে।”

নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিঙ্ক:https://www.facebook.com/share/1XhiZuM5DK/
তিনি আরোও জানান, কাজের গতি দ্রুত বাড়ানো হচ্ছে এবং খুব শীঘ্রই বারাসাত স্টেডিয়াম আন্তর্জাতিক মানে পরিণত হবে। পরিকল্পনা অনুযায়ী, জুলাই মাসের মধ্যেই স্টেডিয়ামের কাজ সম্পূর্ণ হবে। এখানে আন্তর্জাতিক পর্যায়ের বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হতে পারে।

এছাড়া, স্টেডিয়ামের আধুনিকায়ন প্রক্রিয়া শেষ হলে পশ্চিমবঙ্গের ক্রীড়া ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে আশা করা হচ্ছে। এটি শুধু ফুটবল নয়, অন্যান্য ক্রীড়া যেমন অ্যাথলেটিক্স, ক্রিকেট, হকি সহ নানা ধরনের প্রতিযোগিতা আয়োজনের জন্য ব্যবহৃত হবে। এই উদ্যোগটি পশ্চিমবঙ্গের ক্রীড়াঙ্গনে একটি নতুন অধ্যায়ের সূচনা করবে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT