Dilip Ghosh : “টুপি পরে ইফতারে যোগ দেওয়া ‘মেকি’দের থেকে দূরে থাকুন”, সতর্কবাণী দিলীপের

breakingnews রাজনীতি রাজ্য

নিউজ পোল ব্যুরো: ফের বিস্ফোরক দিলীপ ঘোষ (Dilip Ghosh)। রাজ্যের বিধানসভা নির্বাচনের বাকি আর মাত্র এক বছর। তার আগে ফের স্বমহিমায় বিজেপির প্রাক্তন সাংসদ। এবার ইফতার প্রসঙ্গে নাম না করে শাসকদের তুলোধুনা করলেন তিনি। পাশাপাশি সংখ্যালঘুদের সাবধানও করেছেন বিজেপি নেতা। সংখ্যালঘু সেজে ইফতার পার্টিতে যোগদান করা মেকি নেতাদের থেকে থাকার পরামর্শ দিয়েছেন বিজেপি নেতা।

আরও পড়ুনঃ Mamata Banerjee: কলকাতা-লন্ডন সরাসরি বিমান পরিষেবা চালু হোক: মুখ্যমন্ত্রী

বুধবার সকালে নদীয়া জেলার কৃষ্ণনগরে চায়ে পে চর্চা কর্মসূচিতে যোগ দিয়েছিলেন দিলীপ ঘোষ (Dilip Ghosh)। সেখান থেকেই রাজ্যের শাসক দলের উদ্দেশ্যে আক্রমণ শানিয়েছেন তিনি। এদিন সকালে কৃষ্ণনগর সদর হাসপাতাল মোড় থেকে শুরু হয় চায়ে পে চর্চা কর্মসূচি। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলার একাধিক বিজেপি কর্মী। তাঁদের সঙ্গে চায়ের কাপে চুমুক দেওয়ার পর সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিতে গিয়ে ইফতার প্রসঙ্গে নাম না করে শাসককে কটাক্ষ করেছেন দিলীপ ঘোষ।

Dilip Ghosh

চলছে রমজান মাস। এই সময়ে বাংলার বিভিন্ন কোণে একাধিক রাজনৈতিক ব্যক্তিত্বকেই দেখা যাচ্ছে ইফতার পার্টিতে যোগ দিতে। সেই প্রসঙ্গে এদিন কৃষ্ণনগরের চায়ে পে চর্চা কর্মসূচি থেকে দিলীপ ঘোষের (Dilip Ghosh) কটাক্ষ, “কেউ কেউ কখনও চন্দন আবার কখনও টুপি পড়ে মেকি মুসলমান সেজে ইফতার পার্টিতে যোগদান করছে। যাঁরা রোজা রেখেছেন তাঁদের জন্য ইফতার পার্টি ঠিক আছে, কিন্তু যাঁরা কখনও টুপি পড়ে কখনও কপালে তিলক পড়ে মেকি মুসলমান সেজে ইফতার পার্টিতে যোগদান করছেন, আমি তাদের থেকে দূরে সরে থাকতে বলছি ইসলাম ভাইদের।”

নিউজ পোল ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/1EA79Afcw5/

এতেই শেষ নয়। আক্রমণের ধার আরও বাড়িয়ে তিনি বলেন, “এখন ইসলামের কিছু দালাল রয়েছে যারা এই মেকি মুসলমানদের তাদের অনুষ্ঠানে ডেকে নিয়ে যাচ্ছে। রোজা না রেখে কখনও ইফতার হয় না। এটা ইসলামের জন্য লজ্জা।” পাশাপাশি দিলীপ ঘোষের প্রতিক্রিয়া প্রসঙ্গে হুমায়ূন কবিরের সমর্থন নিয়েও প্রশ্ন রাখা হয় বিজেপি নেতার কাছে। সেই প্রসঙ্গে তিনি বলেন, “আমি নিজের ক্ষমতায় রাজনীতি করি। কর্মীদের নিয়ে রাজনীতি করি‌। কে কীভাবে আমাকে সমর্থন করল তাতে কিছু এসে যায় না। হুমায়ূন কবিরের সঙ্গে আমার বন্ধুত্বের সম্পর্ক ছিল এখনও রয়েছে।”