WPL: দল বাড়ছে মহিলা আইপিএলে?

breakingnews ক্রিকেট ক্রীড়া

নিউজ পোল ব্যুরো: এখন‌ই মহিলাদের আইপিএলে (WPL) দল বাড়ানোর কোন সম্ভাবনা নেই। জানিয়ে দিলেন আইপিএল চেয়ারম্যান (IPL Chairman) তথা উইমেন্স আইপিএল কমিটির (WPL Committee) সদস্য অরুণ ধুমাল (Arun Dhumal)। বর্তমানে পাঁচটি দল রয়েছে মহিলাদের আইপিএলে — দিল্লি ক্যাপিটালস (DC), গুজরাট জায়ান্টস (GC), মুম্ব‌ই ইন্ডিয়ান্স (MI), রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB) এবং ইউপি উইজার্ডস (UPW)।

আরও পড়ুন: Washington Sundar: সুন্দর বাদ কেন? প্রশ্ন আরেক ‘সুন্দর’ -এর

উইমেন্স প্রিমিয়ার লিগ (WPL) শুরু হয়েছে তিন বছর হল। প্রথম তিনটি মরশুমের পর দল সংখ্যা বাড়ানোর কথা ছিল। কিন্তু বিসিসিআই সভাপতি রজার বিনির গঠন করে দেওয়া কমিটি আপাতত পাঁচ দলেই সীমাবদ্ধ রাখতে চাইছে মহিলাদের এই মার্কি টুর্নামেন্ট। যে ফরম্যাটে খেলা হচ্ছে সেটাকেই আর‌ও উন্নত করার দিকে জোর দিচ্ছেন তাঁরা। শুরু থেকেই আইপিএলের বাকি দলগুলি মহিলাদের এই টি-২০ টুর্নামেন্টে দল কেনার ব্যাপারে আগ্রহ প্রকাশ করে আসছে। কিন্তু তা এখন‌ই সম্ভব হচ্ছে না।

এক সর্বভারতীয় সংবাদ সংস্থাকে ধুমাল জানিয়েছেন, “এই টুর্নামেন্টকে (WPL) আপাতত আরও জোরদার করতে চাইছি আমরা। এই মুহূর্তে নতুন দল নেওয়ার কোন চিন্তাভাবনা নেই। নতুন দল যোগ করার সিদ্ধান্ত নেওয়ার আগে আর‌ও আলোচনার প্রয়োজন রয়েছে।“ তিনি আর‌‌ও বলেন, “দেখুন এই নিয়ে তিনটি মরশুম হয়ে গেল উইমেন্স প্রিমিয়ার লিগের। অনেক বেশি চিত্তাকর্ষক হয়ে উঠছে এই টুর্নামেন্ট। আর‌ও বেশি সংখ্যায় দর্শক আসছেন মাঠে। ব্রডকাস্টারদের‌ও আগ্রহ বেড়েছে। সার্বিকভাবে উন্নতি হচ্ছে মহিলাদের ক্রিকেটের। আমরা চাই এই ধারাটা বজায় থাকুক। এখন‌ই তাড়াহুড়ো করতে চাইছি না।“

নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/1EA79Afcw5/

আইপিএলের মত ‘হোম-অ্যাওয়ে’ ফরম্যাটে খেলা হয় না ডব্লিউপি‌এল (WPL)। তবে এবছর মুম্ব‌ই, বেঙ্গালুরু, লখন‌উ, বোলার মত বিভিন্ন মাঠজুড়ে টুর্নামেন্ট আয়োজন করা হয়েছিল। ফাইনালে দিল্লিকে হারিয়ে দ্বিতীয়বার খেতাব অর্জন করে মুম্ব‌ই ইন্ডিয়ান্স। এখনও পর্যন্ত পাঁচটি ফ্র্যাঞ্চাইজি থেকে ৪৬৭০ কোটি টাকা আয় হয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ডের। মিডিয়া স্বত্ব বিক্রি হয়েছিল ৯৫১ কোটি টাকায়। বিশ্বজুড়ে যথেষ্ট জনপ্রিয় এই লিগ।