নিউজ পোল ব্যুরো: সামনে ভোট এগিয়ে আসার সঙ্গে সঙ্গে বাড়ছে রাজ্য জুড়ে বোমা উদ্ধারের মত চাঞ্চল্যকর ঘটনা। বোমা উদ্ধারকে কেন্দ্র করে ফের চাঞ্চল্য ছড়িয়েছে বহরমপুরে (Baharampur)। তবে শুধু বোমা উদ্ধার নয় বোমা বিস্ফোরণে আহত হয়েছেন দুই শিশু ও মা-সহ তিনজন।
বুধবার সকালে ঘটনাটি ঘটেছে বহরমপুর থানা এলাকায় চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে। দুটি সকেট বোমাকে বল ভেবে কুড়িয়ে বাড়িতে নিয়ে আসার পরেই বিস্ফোরণ ঘটে। বোমা বিস্ফোরণের পরেও আতঙ্ক ছড়িয়েছে এলাকা জুড়ে। পুলিশ সূত্রে খবর বহরমপুর থানার নিয়াল্লিসপাড়া গোয়ালজন এলাকার বহড়া গ্রামের বাসিন্দা আতাহার শেখের বাড়িতে বিস্ফোরণ ঘটে। আহত সকলকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে। আহত তিন জনের মধ্যে রয়েছে দুইজন শিশু। যাদের মধ্যে এক জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।
আরও পড়ুনঃ Deganga: তৃণমূল নেতার বাড়িতে পার্সেল বোমাতঙ্ক
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, বহরমপুরে (Baharampur) খেলার সময়ে দুটি সকেট বোমাকে লোহার বল ভেবে কুড়িয়ে বাড়িতে আনে শিশু। এতেই ঘটে বিপদ। বাড়িতে বোমা কুড়িয়ে আনার পর বুধবার সকাল ৯টা নাগাদ বিস্ফোরণ ঘটে। আওয়াজ শুনেই প্রতিবেশীরা ছুটে আসেন। কিভাবে খেলার মাঠে বোমা এল? কারাই বা রাখল বোমা তা নিয়ে শুরু হয়েছে তদন্ত। বিষয়টি খতিয়ে দেখতে স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করা শুরু করেছে পুলিশ। অন্য একটি ঘটনায় তৃণমূল পঞ্চায়েত প্রধান বাপ্পা মণ্ডলের বাড়ির দরজায় বুধবার সকালে পাওয়া যায় একটি রহস্যজনক মিষ্টির বাক্স। ঘটনাটি উত্তর ২৪ পরগনার দেগঙ্গার (Deganga) চৌরাশিয়া পঞ্চায়েত এলাকায় এক চাঞ্চল্যকর ঘটনা। প্রথমে মনে করা হয়েছিল কেউ হয়তো উপহার হিসেবে রেখেছে, কিন্তু বাক্স খোলার পর যা দেখা গেল, তাতে সকলের চক্ষু চড়কগাছ। সকালে দরজা খুলতেই বাপ্পা মণ্ডল ও তাঁর পরিবারের সদস্যরা দেখতে পান, রঙিন কাগজে মোড়া একটি বাক্স রাখা রয়েছে সিঁড়ির ওপর। প্রথমে তাতে সন্দেহ না হলেও, পরে পরিবারের অন্যান্য সদস্যরা এসে কাগজ খুলে দেখেন ভিতরে একটি মিষ্টির বাক্স রাখা। কিন্তু বাক্স খোলার সঙ্গে সঙ্গেই আতঙ্ক ছড়িয়ে পড়ে ভিতরে ছিল দুটি তাজা বোমা।
নিউজ পোল বাংলার ফেসবুক পেজের লিঙ্ক: https://www.facebook.com/share/p/17cBAHrRV5/