Kolkata: শহরে বন্ধ ঘর থেকে উদ্ধার বৃদ্ধার দগ্ধ দেহ

Uncategorized

নিউজ পোল ব্যুরো: কলকাতায় (Kolkata) ফের উদ্ধার দেহ। বুধবার পাটুলির বিদ্যাসাগর কলোনির একটি ফ্ল্যাট থেকে এক বৃদ্ধার দগ্ধ দেহ উদ্ধার করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ফ্ল্যাটে ছেলের সঙ্গে ভাড়া থাকতেন ওই বৃদ্ধা। খবর দেওয়া হয় পুলিশকে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রতিবেশীরা ফ্ল্যাট থেকে কালো ধোঁয়া বেরতে দেখেন। ঘর বাইরে থেকে তালা দেওয়া ছিল বলেই জানান প্রতেবেশীরা। সনহগে সঙ্গে খবর দেওয়া হয় পুলিশকে। খবর পেয়েই ঘটনাস্থলে হাজির হয় পাটুলি থানার পুলিশ। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। কি কারণে মৃত্যু হয়েছে তা এখনও জানা যায়নি। বৃদ্ধার ছেলের খোঁজ মিলছে না বলেও খবর। কলকাতা পুলিশের হোমিসাইড শাখার অফিসাররা পৌঁছেছেন ঘটনাস্থলে।

আরও পড়ুনঃ https://thenewspole.com/2025/03/26/pm-narendra-modis-message-to-yunus/

প্রতিবেশীদের বক্তব্য অনুসারে বুধবার বেলা সাড়ে বারোটা নাগাদ ফ্ল্যাট থেকে কালো ধোঁয়া বের হতে দেখা যায়। পুলিশ আসার আগে প্রতিবেশীরা ফ্ল্যাটের জানালার কাচ ভেঙে আগুন নেভানোর চেষ্টা করেন। তবে তাতেই আগুঙ্কে বাগে আনতে পারছিলেন না। পাটুলি থানার পুলিশ পুলিশ এসে ফ্ল্যাটের দরজা ভেঙে দেহ উদ্ধার করে। পুলিশ জানিয়েছে বৃদ্ধার যে খাটে শুয়েছিল সেই খাটই জ্বলছিল। সেই সঙ্গেই বৃদ্ধার মুখে বালিশ চাপা ছিল বলেও জানিয়েছে পুলিশ। সূত্রে জানা গিয়েছে বৃদ্ধার ছেলে একটি বেসরকারি ব্যাঙ্কের কর্মী। তিনি ঘটনার পর পলাতক রয়েছে। বৃদ্ধার ছেলের খোঁজ চলেছে।  অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু, নাকি খুন করে দেহ জ্বালিয়ে দেওয়া হয়েছে তার খোঁজে তদন্ত শুরু করেছে পুলিশ। কলকাতায় (Kolkata) পর পর দেহ উদ্ধারের ঘটনায় রীতিমত চর্চা শুরু হয়েছে।

নিউজ পোল বাংলার ফেসবুক পেজের লিঙ্ক: https://www.facebook.com/share/p/17cBAHrRV5/