নিউজ পোল ব্যুরো: ইডির পর এবার সিবিআই। মহাদেব বেটিং অ্যাপ মামলায় বুধবার কংগ্রেসের সাধারণ সম্পাদক এবং ছত্তিশগড়ের (Chhattisgarh) প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলের (Bhupesh Baghel) বাসভবনে তল্লাশি চালাল সিবিআই। দিল্লিতে কংগ্রেস সদর দপ্তরে একটি সভায় যোগ দেওয়ার আগে কেন্দ্রীয় তদন্ত দলের কর্মকর্তারা রায়পুর এবং ভিলাই উভয় স্থানে বাঘেলের বাসভবনে পৌঁছেছেন বলেই এক্স হ্যান্ডেলে জানানো হয়েছে।
এই প্রসঙ্গে জানিয়ে রাখা ভালো ২০২৪ সালে মধ্যপ্রদেশ সরকার মহাদেব কেলেঙ্কারির সঙ্গে সম্পর্কিত রাজ্য জুড়ে একাধিক থানায় দায়ের করা ৭০টি মামলা তদন্তের জন্য সিবিআইকে অনুমোদন দেয়। ছত্তিশগড়ের প্রাক্তন মুখ্যমন্ত্রীর এক্স হ্যান্ডেলে লেখা হয়েছে, ‘এবার সিবিআই এসেছে। আগামী ৮ ও ৯ এপ্রিল গুজরাটের আহমেদাবাদে কগ্রেস কমিটির বৈঠকের আগে আজ দিল্লিতে ‘ড্রাফটিং কমিটি’র বৈঠক রয়েছে। সেখানে যাওয়ার কথা ছিল বাঘেলের। তার আগেই সিবিআই রায়পুর ও ভিলাইয়ে হাজির হয়েছে।’ তবে শুধু বাঘেল নয় কেন্দ্রীয় এজেন্সি মধ্যপ্রদেশের এক শীর্ষ পুলিশ কর্তা ও প্রাক্তন মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ এক ব্যক্তির বাড়িতেও তল্লাশি শুরু করেছে।
আরও পড়ুনঃ Mamata Banerjee: বাংলায় জমির অভাব হবে না, লন্ডনে শিল্প সম্মেলনে বিনিয়োগকারীদের বার্তা মমতার
বাঘেলের (Bhupesh Baghel) বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার তীব্র নিন্দা জানিয়ে রাজ্য কংগ্রেসের যোগাযোগ শাখার প্রধান সুশীল আনন্দ শুক্লা বলেছেন যে কংগ্রেস বা দলের সিনিয়র নেতা কেউইএই ঘটনায় “ভয় পাননি”। সুশীল আনন্দ শুক্লার কথায়, “ভূপেশ বাঘেল পাঞ্জাবের দলীয় দায়িত্বে আসার পর থেকে বিজেপি ভীত। প্রথমে তার বাসভবনে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট পাঠানো হয়েছিল এবং এখন সিবিআই পাঠানো হয়েছে। এটি বিজেপির ভয়ের পরিচয় দেয়। যখন বিজেপি রাজনৈতিকভাবে লড়াই করতে ব্যর্থ হয়, তখন তারা তাদের বিরোধীদের বিরুদ্ধে কেন্দ্রীয় সংস্থাগুলিকে ব্যবহার করে।” এই প্রসঙ্গে জানিয়ে রাখা ভালো, মহাদেব অনলাইন বেটিং অ্যাপের তদন্তের অংশ হিসেবে এখনও পর্যন্ত ইডি ২,২৯৫ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত, সংযুক্ত এবং উদ্ধার করেছে। ১০ মার্চ একটি মদ কেলেঙ্কারি মামলার সঙ্গে সম্পর্কিত, ইডি দুর্গ জেলার ১৪টি স্থানে ধারাবাহিক অভিযান চালানোর কয়েকদিন পর এই ঘটনা ঘটল।
নিউজ পোল বাংলার ফেসবুক পেজের লিঙ্ক:https://www.facebook.com/share/p/12Kw2tPMcqi/