দার্জিলিং (Darjeeling) আজ যেন গ্রীষ্মের আমেজ নিয়ে হাজির হয়েছে। দীর্ঘদিনের কুয়াশা এবং ঠান্ডার পর আজকের সকাল যেন এক নতুন বার্তা নিয়ে এসেছে। আকাশ একদম পরিষ্কার, আর কাঞ্চনজঙ্ঘার অপূর্ব দৃশ্য আজ চোখের সামনে ধরা দিয়েছে।
গত কয়েকদিন ধরেই দার্জিলিংয়ের আবহাওয়া (Weather) ছিল প্রচণ্ড ঠান্ডা এবং কুয়াশাচ্ছন্ন। বিশেষ করে সকালে এবং সন্ধ্যায় তাপমাত্রা ছিল বেশ নিচের দিকে। এই কারণে পর্যটকরা কাঞ্চনজঙ্ঘার সেই বিখ্যাত দৃশ্য উপভোগ করতে পারেননি। গতকালও আবহাওয়া ছিল মেঘলা, চারদিক ঢেকে ছিল ঘন কুয়াশায়। কিন্তু আজ সকালের চিত্র একেবারে আলাদা। আকাশ উজ্জ্বল নীল, রোদ ঝলমলে, আর দূর থেকে স্পষ্ট দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘার তুষারে ঢাকা শৃঙ্গগুলো। শীতের শেষে এমন উজ্জ্বল দিন দার্জিলিংয়ে খুব বেশি দেখা যায় না। তাই যারা বর্তমানে দার্জিলিং সফরে রয়েছেন, তাদের জন্য এটি সত্যিই এক উপহারস্বরূপ। পর্যটকরা আজ সকাল থেকেই টাইগার হিল , বাতাসিয়া লুপ , ম্যাল রোড এবং অন্যান্য দর্শনীয় স্থানে ভিড় জমিয়েছেন কাঞ্চনজঙ্ঘার সৌন্দর্য উপভোগ করতে। ক্যামেরা হাতে সবাই ব্যস্ত অসাধারণ মুহূর্তগুলো ধরে রাখতে।

আরও পড়ুন: http://Internship Scheme: তরুণদের জন্য সরকারি ইন্টার্নশিপ
তবে দার্জিলিংয়ের আবহাওয়া নিয়ে নিশ্চিতভাবে কিছু বলা যায় না। ঠিক দুই সপ্তাহ আগেও এমন একদিন এসেছিল যখন কাঞ্চনজঙ্ঘার দৃশ্য একেবারে পরিষ্কার দেখা গিয়েছিল। কিন্তু পরদিনই আবার শৈত্যপ্রবাহ (Cold Wave) ফিরে আসে, সঙ্গে আসে কুয়াশা আর ঠান্ডা বাতাস। ফলে পর্যটকদের আনন্দ খুব বেশি দিন স্থায়ী হয়নি। তবে এবার আবহাওয়াবিদরা আশা করছেন, আগামী কয়েকদিন দার্জিলিংয়ে (Darjeeling Weather) এমনই পরিষ্কার ও রৌদ্রোজ্জ্বল (Sunny Day) দিন থাকবে। যদিও পাহাড়ি এলাকার আবহাওয়া মুহূর্তেই বদলে যেতে পারে, তবে পর্যটকরা আশায় রয়েছেন যে এবার অন্তত কয়েকদিন কাঞ্চনজঙ্ঘার দৃশ্য উপভোগ করা যাবে।

দার্জিলিং (Darjeeling) এমন একটি জায়গা যেখানে প্রকৃতি প্রতিদিন নতুন রূপে ধরা দেয়। কখনো ঘন কুয়াশার চাদরে ঢাকা, আবার কখনো ঝলমলে রোদের আলোয় উজ্জ্বল। আজকের দিনটি সেই ঝলমলে রোদের দিনের মধ্যে একটি, যেখানে দার্জিলিং তার পূর্ণ সৌন্দর্যে ধরা দিয়েছে।
নিউজ পোল বাংলার ফেসবুক পেজের লিঙ্ক: https://www.facebook.com/share/p/165ZmZXpnv/