Deganga: তৃণমূল নেতার বাড়িতে পার্সেল বোমাতঙ্ক

অপরাধ জেলা রাজনীতি

নিউজ পোল, উত্তর ২৪ পরগনার: তৃণমূল পঞ্চায়েত প্রধান বাপ্পা মণ্ডলের বাড়ির দরজায় বুধবার সকালে পাওয়া যায় একটি রহস্যজনক মিষ্টির বাক্স। ঘটনাটি উত্তর ২৪ পরগনার দেগঙ্গার (Deganga) চৌরাশিয়া পঞ্চায়েত এলাকায় এক চাঞ্চল্যকর ঘটনা। প্রথমে মনে করা হয়েছিল কেউ হয়তো উপহার হিসেবে রেখেছে, কিন্তু বাক্স খোলার পর যা দেখা গেল, তাতে সকলের চক্ষু চড়কগাছ। সকালে দরজা খুলতেই বাপ্পা মণ্ডল ও তাঁর পরিবারের সদস্যরা দেখতে পান, রঙিন কাগজে মোড়া একটি বাক্স রাখা রয়েছে সিঁড়ির ওপর। প্রথমে তাতে সন্দেহ না হলেও, পরে পরিবারের অন্যান্য সদস্যরা এসে কাগজ খুলে দেখেন ভিতরে একটি মিষ্টির বাক্স রাখা। কিন্তু বাক্স খোলার সঙ্গে সঙ্গেই আতঙ্ক ছড়িয়ে পড়ে ভিতরে ছিল দুটি তাজা বোমা।

এই খবর ছড়িয়ে পড়তেই গোটা এলাকা তোলপাড় হয়ে যায়। পুলিশকে খবর দেওয়া হয়, এবং দেগঙ্গা থানার আধিকারিকরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেন। তবে কে বা কারা এই বোমা পাঠিয়েছে, এবং এর পেছনে কী উদ্দেশ্য রয়েছে, তা এখনো স্পষ্ট নয়। বাপ্পা মণ্ডলের সন্দেহ, তার রাজনৈতিক প্রতিপক্ষ (Political Rival) তাকে ভয় দেখাতেই এই কাজ করেছে। তার দাবি, বিরোধী শিবির এই ধরনের হুমকি দিয়ে তাকে দমানোর চেষ্টা করছে। তবে তিনি স্পষ্ট জানান, এভাবে ভয় দেখিয়ে তাঁকে থামানো যাবে না। এই ঘটনার পর স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। অনেকেই প্রশ্ন তুলছেন, বাংলায় কি আবার ‘পার্সেল বোমা কালচার’ ফিরছে? নব্বইয়ের দশকে রাজ্যে এমন বহু ঘটনা ঘটেছিল, যেখানে ডাকযোগে পার্সেলের ভেতরে বিস্ফোরক পাঠানো হত। কেউ সেটি খুললেই ভয়ংকর বিস্ফোরণ ঘটত।

আরও পড়ুন: http://Bidhannagar News: অর্থ কেলেঙ্কারিতে সিবিআই অভিযান, তদন্তে নতুন মোড়

এই ধরনের ঘটনায় অন্যতম উল্লেখযোগ্য ছিল মালদহের এক স্কুল শিক্ষিকার হত্যাকাণ্ড। এক প্রাক্তন প্রেমিক প্রতিশোধ নিতে শিক্ষিকাকে পার্সেল বোমা পাঠিয়েছিল, যা খোলার সঙ্গে সঙ্গেই বিস্ফোরিত হয়ে তিনি প্রাণ হারান। দেগঙ্গা (Deganga) থানার পুলিশ (Deganga Police) জানিয়েছে, তারা ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে, আশপাশের বাসিন্দাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পাশাপাশি ফরেনসিক দল বিস্ফোরক পরীক্ষা করে দেখছে, এগুলো কী ধরনের বোমা ছিল এবং কারা এটি পাঠাতে পারে। এই ঘটনায় তৃণমূল (TMC) ও বিরোধী দলগুলোর মধ্যে রাজনৈতিক উত্তাপ আরও বেড়েছে। তৃণমূলের দাবি, এটি বিজেপির (BJP) ষড়যন্ত্র, যদিও বিজেপি এই অভিযোগ উড়িয়ে দিয়েছে।
শুরু হয়েছে তদন্ত।

নিউজ পোল বাংলার ফেসবুক পেজের লিঙ্ক: https://www.facebook.com/share/p/17cBAHrRV5/