Cyber Crime: ওয়েস্ট বেঙ্গল সাইবার ক্রাইমে সাফল্য, গ্রেফতার ২১

অপরাধ কলকাতা রাজ্য

নিউজ পোল ব্যুরো: ফের ফেক কল সেন্টারের (Fake Call Centre) হদিস! ওয়েস্ট বেঙ্গল সাইবার ক্রাইম (Cyber Crime) উইংয়ের হাতে গ্রেফতার (Arrest) ২১ জন। তাদের মধ্যে ৪ জন মেয়ে। গ্রেফতারির সময় পুলিশ উদ্ধার করেছে ২৯টি কম্পিউটার, ২৩টি মোবাইল ফোন, ২টি ল্যাপটপ, ২টি রাউটার, একটি হার্ড ড্রাইভ, ২৯টি পোর্ট এবং তিনটি পেনড্রাইভ। এছাড়া ভিকটিমদের তথ্য, অ্যাটেনডেন্স রেজিস্টার ও সেগুলোর কার্ডও বাজেয়াপ্ত (Confiscation) করা হয়েছে।

আরও পড়ুন:Balurghat Water Survey: প্রত্যেক ফোঁটা জল মূল্যবান!” বিশ্ব জল দিবসে শোভাযাত্রা বালুরঘাটে

ওয়েস্ট বেঙ্গল সাইবার ক্রাইম (Cyber Crime) উইংয়ের ডিআইজি অঞ্জলি সিং জানান, একটি সূত্রের মাধ্যমে তারা জানতে পারেন যে লেকটাউনের (Lake Town) দক্ষিণ দাড়ি এলাকায় একটি আন্তর্জাতিক কল সেন্টার চলছে। এরপর আইপি অ্যাড্রেস (IP address) অনুসরণ করে সিসি ডব্লিউ টিম ওই কল সেন্টারের (Fake Call Centre) হদিস পায়। সেখানে তারা ২০-২২ জন কর্মীকে দেখতে পায়, যারা ল্যাপটপ ও কম্পিউটার দিয়ে আন্তর্জাতিক কলিং করছে।

এই কল সেন্টারের কর্মীরা অভিযোগ করে যে তারা ন্যাশনাল ব্রডব্যান্ড নেটওয়ার্কের কর্মচারী ও অস্ট্রেলিয়ান সিনিয়র সিটিজেনদের (Senior Citizen) কল করে তাদের ইন্টারনেট পরিষেবা অপটিক্যাল ফাইবারে শিফট করার কথা বলে প্রতারণা করতো। যখন কেউ এতে রাজি হতো তখন তাদের কল শিফট করে টালিগঞ্জের (Tollygunge) একটি কল সেন্টারে পাঠানো হতো। এরপর সেখানকার মালিকরা হাওয়ালার মাধ্যমে টাকা আদায় করতো।

নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিঙ্ক:https://www.facebook.com/share/1XhiZuM5DK/

গ্রেফতারকৃতদের মধ্যে চারজনকে নিজেদের হেফাজতে নেয়া হয়েছে ও জিজ্ঞাসাবাদ চলছে। তদন্তকারীরা জানাতে পারছেন না কে বা কারা কল (Cyber Crime)ম্যাচিউর করে টালিগঞ্জের কল সেন্টারে পাঠাতো।

উল্লেখ্য, ৩১ জানুয়ারি বারুইপুর সোনারপুরে একটি কল সেন্টারে অভিযান চালানো হয়েছিল, যারা ইউএস সিটিজেনদের ফাঁদে ফেলতো। ওই সেন্টারের মূল আসামি জয় হালদারকে গ্রেফতার করা হয়েছিল এবং সেখান থেকে ২৬ লাখ টাকা উদ্ধার হয়েছিল। তার ক্রিপ্টো ওয়ালেটে ২০৪ কোটি টাকার লেনদেনের তথ্য পাওয়া গেছে। সেই টাকার পুনরুদ্ধারের কাজ চলছে এখনও।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT