নিউজ পোল ব্যুরো: ক্রিকেট খেলা ভারতে ধর্মের পর্যায়ে পৌঁছে গিয়েছে। ক্রিকেটের সঙ্গে সাধারণ মানুষের যোগসূত্র যাঁরা নিবিড় করেছেন, তাঁরা হলেন ধারাভাষ্যকাররা। টিভির পর্দায় ম্যাচ দেখার পাশাপাশি ধারাভাষ্যকারদের ধারাভাষ্য শুনেই খেলাটির সঙ্গে আরও একাত্ম হতে পারেন সমর্থকরা। তবে ইদানীং ক্রিকেট ধারাভাষ্যের মান অনেক কমে গিয়েছে বলে সামাজিক মাধ্যমে অভিযোগ করেন এক ক্রিকেটপ্রেমী। এবার ভারতের প্রাক্তন অফস্পিনার হরভজন সিং (Harbhajan Singh) মেনে নিলেন সেই অভিযোগ।
আরও পড়ুন: KKR : হার দিয়ে শুরু! ‘শাপে বর’ নাইটদের জন্য?
ভারতকে বহু ম্যাচ জেতানো হরভজন (Harbhajan Singh) নিজেও ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর ধারাভাষ্যকে পেশা হিসেবে বেছে নিয়েছেন। বিভিন্ন টুর্নামেন্ট বা সিরিজের পাশাপাশি চলতি আইপিএলেও ধারাভাষ্যকার হিসেবে দেখা যাচ্ছে তাঁকে। মূলতঃ হিন্দিতে ধারাভাষ্য দিতেই দেখা যায় টার্বুনেটরকে। আর সামাজিক মাধ্যমে উক্ত নেটিজেন হিন্দি ধারাভাষ্য নিয়েই অভিযোগ এনেছিলেন। তিনি তাঁর পোস্টে আগের সময়ের কথা তুলে ধরেছিলেন।
একসময় হিন্দিতে ধারাভাষ্য দিতে দেখা যেত মনিন্দর সিং অরুণ লালদের। উক্ত ক্রিকেটপ্রেমী বলেন, সেই সময় অনেক বেশি তথ্যসমৃদ্ধ ধারাভাষ্য শোনা যেত। কিন্তু বর্তমানে তা আর পাওয়া যায় না। তাঁর অভিযোগ, “ধারাভাষ্যকাররা আজকাল নানা রকম রসিকতা করেন। অনেক সময়ই তাঁরা মাত্র এক লাইন মন্তব্য করে থেমে যান। এর ফলে দর্শক ও শ্রোতারা খেলাটির সঙ্গে আর আগের মত একাত্ম হতে পারছে না।”
নিউজ পোল ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/1EA79Afcw5/
সোশ্যাল মিডিয়ায় এই পোস্ট হরভজন সিংয়ের দৃষ্টি এড়ায়নি। হিন্দি ধারাভাষ্যের মান যে ক্রমশঃ পড়তির দিকে তা কার্যত স্বীকার করে নিয়েছেন ভাজ্জি। সোশ্যাল মিডিয়াতেই তিনি ধন্যবাদ জ্ঞাপন করেছেন উক্ত নেটিজেনকে। বলেন, “আপনার মতামতের জন্য ধন্যবাদ। আমরা বিষয়টি নিয়ে অবশ্যই ভাবব।” উল্লেখ্য মাত্র দিনকয়েক আগেই হিন্দিতে ধারাভাষ্য দিতে গিয়ে রাজস্থান রয়্যালসের হয়ে খেলা ক্যারিবিয়ান বংশোদ্ভূত ব্রিটিশ পেসার জোফ্রা আর্চারকে লন্ডনের ‘কালো ট্যাক্সি’র সঙ্গে তুলনা করেছিলেন হরভজন (Harbhajan Singh)। এজন্য নেটিজেনদের রোষানলের মুখে পড়তে হয় তাঁকে।”