নিউজ পোল ব্যুরো: সমস্ত নির্দেশিকাকে বুড়ো আঙুল দেখিয়ে রাজারহাটে (Rajarhat) রাতের অন্ধকারে পুলিশি পাহারায় চলছে পুকুর ভরাটের (Pond Filling) কাজ। স্থানীয়দের অভিযোগ, নির্দেশনা ও আইন অমান্য করে রাতের বেলায় পুলিশি সহায়তায় পুকুর ভরাট (Pond Filling) করা হচ্ছে। রাজারহাট (Rajarhat) থানার অন্তর্গত রেকজোয়ানি এলাকায় একের পর এক ঝিল ও পুকুর ভরাটের (Pond Filling) কাজ চলছে। যার ফলে পরিবেশ বিপর্যয়ের (Disaster) আশঙ্কা সৃষ্টি হয়েছে। স্থানীয়রা প্রতিবাদ করলে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারির হুমকি দেওয়া হচ্ছে পুলিশের পক্ষ থেকে।
আরও পড়ুন:Saltlake: সল্টলেকে প্রকাশ্যে নৃশংস হামলা!

স্থানীয়রা জানান, জেসিবি মেশিন (JCB machine) দিয়ে মাটি কেটে এসব পুকুর ভরাট (Pond filling) করা হচ্ছে। আর এই কাজে জড়িত রয়েছে একদল অসাধু প্রোমোটার। তারা এই কাজের জন্য পুলিশের আশ্রয় নিলেও সাধারণ মানুষ এর বিরুদ্ধে সোচ্চার হয়েছে। স্থানীয়দের অভিযোগ, এই ধরনের অবৈধ কার্যকলাপের জন্য শুধুমাত্র পরিবেশের ক্ষতি হচ্ছে না বরং তারা অবৈধভাবে সরকারি জমি দখল (Encroachment of government land) করারও চেষ্টা করছে।
নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিঙ্ক:https://www.facebook.com/share/1XhiZuM5DK/

এমনকি এক পরিবার যাদের প্রায় ৪০-৪৫ বছর ধরে রাজারহাট রেকজোয়ানি এলাকার ওই জমিতে বসবাস ছিল। তাদের বিরুদ্ধে অস্বাভাবিকভাবে জমি ছাড়ার চাপ দেওয়া হচ্ছে। স্থানীয় আদিবাসী পরিবারটি আগে পুকুর ও বাগানের রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করত। হঠাৎ এক বছর আগে তাদের জানানো হয় যে, তাদের ওই জমি ছেড়ে চলে যেতে হবে। এর পরপরই তাদের বৈদ্যুতিক কানেকশনও (Electrical connection) কেটে দেওয়া হয় বলে অভিযোগ।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT
এই ঘটনা শুধুমাত্র স্থানীয় মানুষের জন্য নয়। পুরো এলাকার জন্য একটি বড় বিপদের কারণ হয়ে দাঁড়িয়েছে। পরিবেশ রক্ষা ও মানুষের অধিকার সুরক্ষা নিশ্চিত করার জন্য প্রশাসনের দ্রুত পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন।