KKR : হার দিয়ে শুরু! ‘শাপে বর’ নাইটদের জন্য?

আইপিএল ক্রিকেট ক্রীড়া

নিউজ পোল ব্যুরো: এবারের আইপিএল (IPL 2025) অভিযান হার দিয়ে শুরু করেছে কলকাতা নাইট রাইডার্স (KKR)। ঘরের মাঠে প্রতিযোগিতার উদ্বোধনী ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (RCB) বিরুদ্ধে কার্যত নাস্তানাবুদ হতে হয়েছে গতবারের চ্যাম্পিয়নদের। তবে নাইট শিবিরে কান পাতলে কিন্তু শোনা যাচ্ছে অন্য কথা। উদ্বিগ্ন বা নিরাশ নয়, বরং কোহলিদের কাছে মরশুমের প্রথম ম্যাচে হার একদিক থেকে শাপে বর হয়েছে বলেই মনে করছেন শাহরুখ খানের দলের কেউ কেউ।

আরও পড়ুন: IPL 2025: বঙ্গ আম্পায়ার পেলেন বড় দায়িত্ব

যে কোনও দলই প্রতিযোগিতার শুরুটা জয় দিয়েই করতে চায়। তাই বুধবার গুয়াহাটিতে রাজস্থান রয়্যালসের (RR) বিরুদ্ধে নামার আগে প্রথম ম্যাচের ধাক্কা নাইটরা (KKR) কতটা কাটিয়ে উঠতে পেরেছেন সেই প্রশ্নই তাড়া করছে সমর্থকদের। তবে শাহরুখ খানের দলের অন্দরে খোঁজ নিয়ে জানা গেল তারা কিন্তু ততটাও উদ্বিগ্ন নয়। বরং বিরাট কোহলিদের বিরুদ্ধে ঘরের মাঠে শোচনীয় পরাজয়েও বেশ কিছু ইতিবাচক দিক খুঁজে পাচ্ছে তারা।

KKR

ঘরের মাঠে প্রতিযোগিতার উদ্বোধনী ম্যাচে নাইটদের ডুবিয়েছেন কার্যত বোলাররা। শনিবার ইডেনে সুনীল নারিন, বরুণ চক্রবর্তী, হর্ষিত রানাদের সামনে ১৭৫ রানের লক্ষ্যমাত্রা ২২ বল বাকি থাকতেই অতিক্রম করেছিলেন কোহলি-সল্টরা। তবে মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে এসে দলের বোলিং কোচ ভরত অরুণ জানিয়ে দিলেন, প্রথম ম্যাচে হার নিয়ে তারা একেবারেই চিন্তিত নন। বরং এই হার থেকে কেকেআর (KKR) অনেক কিছু শিখতে পেরেছে।

নিউজ পোল ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/1EA79Afcw5/

কথাপ্রসঙ্গে আন্দ্রে রাসেলের নাম করেন ভর অরুণ। বলেন, “রাসেলের মত চ্যাম্পিয়ন ক্রিকেটাররা যখন ব্যর্থ হবে তখন ওদের নিজেদের মধ্যেই তাগিদ থাকবে। ওরা নিজেদের প্রমাণ করতে চাইবে। তাই আশা করছি, রাজস্থান রয়্যালসের বিরুদ্ধেই ঘুরে দাঁড়াবে দল।” এরই সঙ্গে যোগ করেন, “শুরুটা ভাল হলে একটা ছন্দ পাওয়া যায়। তবে হেরে গেলে তারও একটি ইতিবাচক দিক আছে। অনেক কিছু শেখা যায়।”