Jhargram Marriage Hall: পঞ্চায়েতের সহায়তায় গ্রামে স্থায়ী ম্যারেজ হল

জেলা রাজ্য

নিউজ পোল ব্যুরো: ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর ২ নম্বর ব্লকের পেটবিন্ধি গ্রাম পঞ্চায়েত একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উদ্যোগ গ্ৰহণ করেছে। সম্প্রতি, পঞ্চায়েতের তরফ থেকে একটি নতুন ম্যারেজ হল (Jhargram Marriage Hall) নির্মাণ করা হয়েছে, যা মূলত নিম্নআয়ের মানুষের সুবিধার্থে ব্যবহৃত হবে। গ্রামীণ এলাকায় বিয়ে বা অন্যান্য পারিবারিক অনুষ্ঠানের জন্য সাধারণত প্যান্ডেল (Pandal) তৈরি করতে হয়, যার খরচ বেশ অনেকটাই বেশি। গরিব মানুষদের জন্য এটি একটি বিশাল আর্থিক বোঝা হয়ে দাঁড়ায়। এই সমস্যার সমাধানের লক্ষ্যে পেটবিন্ধি গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে একটি স্থায়ী ম্যারেজ হল তৈরি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এতে স্থানীয় মানুষ বিনামূল্যে বা সামান্য খরচে তাদের বিবাহ ও অন্যান্য অনুষ্ঠান করতে পারবেন, যা তাদের আর্থিকভাবে অনেকটাই স্বস্তি দেবে।

আরও পড়ুন:- Pond Filling: পুকুর ভরাটের পেছনে পুলিশের সহায়তা? উত্তেজনা রাজারহাটে

পঞ্চম অর্থ কমিশনের (Fifth Finance Commission) বরাদ্দ অর্থ থেকে এই প্রকল্পের জন্য প্রায় ১০ লক্ষ টাকা ব্যয় করা হয়েছে। এই অর্থ দিয়েই সম্পূর্ণ হল (Hall) নির্মাণ করা হয়েছে, যা বর্তমানে সম্পূর্ণ প্রস্তুত অবস্থায় রয়েছে। পেটবিন্ধি গ্রাম পঞ্চায়েতের প্রধান শঙ্কর প্রসাদ দে জানিয়েছেন যে, এই হল শুধুমাত্র বিবাহের জন্য নয়, বরং এটি বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পারিবারিক অনুষ্ঠানের ক্ষেত্রেও ব্যবহার করা যাবে (Jhargram Marriage Hall)। এই ধরনের উদ্যোগ একদিকে যেমন দরিদ্র জনগণের জন্য বড় সুবিধা এনে দেবে, তেমনি গ্রামীণ এলাকার সার্বিক উন্নয়নের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

নিউজ পোল বাংলা ফেসবুক পেজের:- https://www.facebook.com/share/164mWXbsyp/

এলাকার সাধারণ মানুষ এই উদ্যোগকে অত্যন্ত ইতিবাচকভাবে গ্রহণ করেছেন। অনেকে মনে করছেন, এটি শুধু একটা হল নয়, বরং এটি গ্রামের দরিদ্র মানুষের জন্য একটা আশার আলো। এমন এক উদ্যোগ, যা অর্থনৈতিকভাবে দুর্বল পরিবারগুলোর পাশে দাঁড়াবে। পেটবিন্ধি গ্রাম পঞ্চায়েতের এই ধরনের সামাজিক উদ্যোগ ভবিষ্যতে আরও অনুপ্রেরণার কারণ হতে পারে। অন্যান্য গ্রাম পঞ্চায়েতগুলিও যদি এই রকম প্রকল্প হাতে নেয়, তাহলে গ্রামীণ এলাকার উন্নয়ন আরও দ্রুত গতিতে এগিয়ে যাবে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT