Jio Laptop: ল্যাপটপ কেনার সুবর্ণ সুযোগ, অবিশ্বাস্য ছাড়!

প্রযুক্তি

নিউজ পোল ব্যুরো: আজকাল কাজের ধারা অনুযায়ী, মোবাইল ফোনের পাশাপাশি ল্যাপটপ (Laptop) বা কম্পিউটার (Computer) একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যন্ত্র। তবে অনেকেরই ইচ্ছা ও প্রয়োজন থাকা সত্ত্বেও তারা উচ্চমূল্যের কারণে ল্যাপটপ (Laptop) কিনতে পারেন না। কিন্তু ভাবুন তো যদি বলা হয় যে আপনার হাতে এমন একটি সুযোগ রয়েছে। যেখানে আপনি খুব কম দামে এই ল্যাপটপ (Laptop) পেতে পারেন। নিশ্চয়ই অবাক হবেন! হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, মুকেশ অম্বানির (Mukesh Ambani) উদ্যোগে জিও ল্যাপটপ (Jio Laptop) বাজারে এসেছে এবং এটি খুবই সাশ্রয়ী মূল্যে পাওয়া যাচ্ছে।

আরও পড়ুন:Jio Recharge: চমকপ্রদ অফার, একবার রিচার্জ করলেই ৯০ দিন IPL ফ্রি!

JioBook 11 নামের এই ল্যাপটপটির (Jio laptop) দাম বর্তমানে বাজারে মাত্র ১২ হাজার ৯৯০ টাকা। যা অনেক কম। আপনি এই ল্যাপটপটি Flipkart, Amazon অথবা Jio Mart থেকে কিনতে পারবেন। এই ল্যাপটপে (Jio Laptop) বিভিন্ন ব্যাঙ্ক কার্ডের মাধ্যমে পেমেন্ট (Payment) করলে আরও অতিরিক্ত ছাড়ের সুবিধাও পাওয়া যাবে। উদাহরণস্বরূপ, Amazon-এ ICICI, HDFC, Axis Bank, SBI, Yes Bank, সহ আরও কিছু ব্যাঙ্কের কার্ড ব্যবহার করলে ১ হাজার ৫০০ টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাবে। Flipkart-এ SBI কার্ড দিয়ে পেমেন্ট করলে ১ হাজার ৫০০ টাকা ছাড় ও Flipkart Axis Bank ক্রেডিট কার্ড (Credit Card) দিয়ে ৫% আনলিমিটেড ক্যাশব্যাক (Unlimited Cashback) সুবিধা পাওয়া যাবে।

নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিঙ্ক:https://www.facebook.com/share/1XhiZuM5DK/

JioBook 11 ল্যাপটপে রয়েছে ৪GB RAM ও ৬৪GB ইনবিল্ট স্টোরেজ। যা আপনি SD কার্ড দিয়ে ২৫৬GB পর্যন্ত বাড়াতে পারবেন। এটি একটি MediaTek MT8788 অক্টা-কোর প্রসেসর দ্বারা চালিত। এতে ডুয়াল-ব্যান্ড ওয়াই-ফাই রয়েছে। ল্যাপটপটির ডিসপ্লে হল Anti-glare HD এতে স্টেরিও স্পিকারও রয়েছে। যা ব্যবহারকারীদের একটি ভালো অডিও অভিজ্ঞতা প্রদান করে। এছাড়া, এই ল্যাপটপটির ব্যাটারি লাইফ ৮ ঘন্টার বেশি। যা দীর্ঘ সময় ধরে কাজ করতে সাহায্য করে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT

যদি আপনার বাজেট সীমিত হয়, তবে JioBook 11 ছাড়াও ASUS Chromebook এবং Primebook 4G এর মতো ল্যাপটপও এই বাজেটে পাওয়া যায়, যার দাম ১৪ হাজার ৯৯০ টাকা এবং ১২ হাজার ৯৯০ টাকা। এই সমস্ত বিকল্প কম দামে ভাল মানের ল্যাপটপ পাওয়ার সুযোগ দিচ্ছে। যা সাধারণ কর্মরত মানুষের জন্য খুবই উপযোগী।