Mamata Banerjee: বাংলায় জমির অভাব হবে না, লন্ডনে শিল্প সম্মেলনে বিনিয়োগকারীদের বার্তা মমতার

breakingnews আন্তর্জাতিক কলকাতা দেশ

নিউজ পোল ব্যুরো: মঙ্গলবার লন্ডনে (London )শিল্প সম্মেলন বক্তব্য রেখেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। হাজির ছিলেন ব্রিটেনের হাউস অফ লর্ডসের সদস্য তথা ভারতীয় বংশোদ্ভূত শিল্পপতি ৯৪ বছর বয়সি লর্ড স্বরাজ পলও। লন্ডনের মাটিতে দাঁড়িয়ে এদিন বাংলার সমস্ত খুঁটিনাটি তুলে ধরেছেন। সেই সঙ্গেই ব্রিটেনে দাঁড়িয়ে শিল্পপতিদের বাংলায় বিনিয়োগের আহ্বান জানিয়েছেন তিনি। আরও একবার বাংলা লন্ডন বিমান পরিষেবার শুরু দিয়েই এদিনের আলোচনা শুরু করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।


শুরুতে মুখ্যমন্ত্রীর মুখে শোনা যায় বাংলা-ব্রিটেনের আবেগপ্রবণ সম্পর্কের কথা। তিনি বলেন বাংলা ও লন্ডনের সম্পর্ক দীর্ঘদিনের। লন্ডনে থাকা শিল্পপতিদের উদ্দেশ্যে বাংলার মুখ্যমন্ত্রী বলেছেন, বাংলায় যদি কেউ বিনিয়োগ করেন তাহলে জমির অভাব হবে না। ওয়েবসাইটে ক্লিক করলেই দক্ষ শ্রমিকদের খোঁজ মিলবে। বলেও এদিন বিনিয়োগকারীদের জানান মুখ্যমন্ত্রী। মমতার কথায়, ‘বাংলা সমস্ত জৌলুস হারিয়েছে পূর্বতন সরকারের জন্য। কিন্তু এখন পরিস্থিতি বদলাচ্ছে।’ শিল্প সম্মেলনে বাংলায় লগ্নির খতিয়ান দিয়ে মুখ্যমন্ত্রী বলেছেন, ‘বাংলায় ১৯ লক্ষ কোটির বিনিয়োগের প্রস্তাব এসেছে। এর মধ্যে ১৩ লক্ষ কোটি বিনিয়োগ বাস্তব হয়েছে।’

আরও পড়ুনঃ Internship Scheme: তরুণদের জন্য সরকারি ইন্টার্নশিপ


মুখ্যমন্ত্রী বলেছেন , “৬টি ইকোনমিক করিডর তৈরি করছি। ইন্ডাস্ট্রিয়াল করিডর হচ্ছে। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম কয়লা উত্তোলন শিল্প তৈরি হচ্ছে বীরভূমে। জায়গার নাম দেউচা পচামি। এখানেও বিনিয়োগ করা যেতে পারে। এখানে প্রচুর কর্মসংস্থান হবে।” সঞ্জয় বুধিয়া, মেহুল মোহঙ্কার মত শিল্পপতিরা বলেছেন, “বাম আমলের মতো আর পরিবেশ নেই। এটা দিদির তৈরি নতুন বাংলা, সেরা বাংলা। শিল্পবান্ধব এবং বিনিয়োগের আদর্শ পরিবেশ রয়েছে এখানে। ধর্মঘট, লকআউট কিছু হয়না আর। মসৃণভাবে কাজের ক্ষেত্রে আর কোনও বাধা নেই।” মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)নিজেও এদিন বাংলার পূর্বের সরকারকে নিশানা করেছেন। বলেছেন, “আমাদের সব আছে। কিন্তু বাংলার গৌরব নষ্ট হয়েছে আমাদের আগের সরকারের জন্য। আগে লোডশেডিংয়ের সমস্যা হত। এখন সেটা হয় না। আর দেউচা পচামির কয়লা উত্তোলন শুরু হলে আগামী ১০০ বছর কোনও বিদ্যুতের সমস্যা হবে না। বিদ্যুতের খরচা কমবে।”

নিউজ পোল বাংলার ফেসবুক পেজের লিঙ্ক:https://www.facebook.com/share/p/12Kw2tPMcqi/