নিউজ পোল ব্যুরো: কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর লক্ষ্যে ভারত সরকার তরুণদের জন্য শুরু করল “পিএম ইন্টার্নশিপ স্কিম ২০২৫” । এই প্রকল্পের মূল লক্ষ্য হল শিক্ষার্থীদের একাডেমিক শিক্ষা এবং বাস্তব কাজের অভিজ্ঞতার মধ্যে ব্যবধান কমিয়ে আনা। এটি এমন এক সুযোগ, যেখানে তরুণরা ভারতের শীর্ষ ৫০০ কোম্পানিতে ১২ মাসের জন্য ইন্টার্নশিপ করতে পারবে। এই ইন্টার্নশিপ স্কিমের (Internship Scheme) মাধ্যমে অংশগ্রহণকারীরা বাস্তব কর্মপরিবেশে কাজের অভিজ্ঞতা অর্জন করতে পারবে, যা তাদের ভবিষ্যতের ক্যারিয়ার গঠনে সহায়ক হবে। কর্পোরেট বিষয়ক মন্ত্রণালয় এই উদ্যোগটি পরিচালনা করছে, এবং আগ্রহী প্রার্থীরা ৩১ মার্চ, ২০২৫- এর মধ্যে pminternship.mca.gov.in ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন।
এই স্কিমের মাধ্যমে সরকারের মূল লক্ষ্য হল –
- তরুণদের বাস্তব কাজের অভিজ্ঞতা প্রদান করা ।
- কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি করা ।
- দক্ষতা উন্নয়ন করা ।
- নিম্ন আয়ের পরিবারের শিক্ষার্থীদের কর্মজগতে প্রবেশের সুযোগ করে দেওয়া।
- বিভিন্ন ক্ষেত্রের শীর্ষ কোম্পানিগুলোর সঙ্গে সরাসরি কাজের সুযোগ তৈরি করা
এই প্রকল্পটি বিশেষ করে ১৮ থেকে ২৪ বছর বয়সী তরুণদের জন্য তৈরি করা হয়েছে, যাতে তারা দক্ষতা অর্জনের মাধ্যমে ভবিষ্যতে ভালো কর্মসংস্থানের সুযোগ পেতে পারে। পিএম ইন্টার্নশিপ স্কিমের জন্য আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ অনলাইন এবং সহজ। আবেদন করতে চাইলে নিচের ধাপগুলো অনুসরণ করুন –

(১) অফিসিয়াল ওয়েবসাইটে যান – pminternship.mca.gov.in
(২) হোমপেজে “রেজিস্টার” লিঙ্কে ক্লিক করুন।
(৩) একটি নতুন পৃষ্ঠায় পুনঃনির্দেশিত হবেন। (৪)প্রয়োজনীয় তথ্য পূরণ করুন এবং “জমা দিন” অপশনে ক্লিক করুন।
(৫)প্রার্থীর দেওয়া তথ্যের ভিত্তিতে পোর্টালে একটি জীবনবৃত্তান্ত তৈরি হবে।
(৬) আপনি সর্বোচ্চ ৫টি ইন্টার্নশিপের জন্য আবেদন করতে পারবেন, যা পছন্দ অনুযায়ী নির্বাচন করা যাবে।
(৭) আবেদনপত্র সংরক্ষণ করুন।
আরও পড়ুন: http://Pond Filling: পুকুর ভরাটের পেছনে পুলিশের সহায়তা? উত্তেজনা রাজারহাটে
আবেদনকারীকে অবশ্যই নিবন্ধনের সময় সঠিক তথ্য প্রদান করতে হবে, যাতে তারা উপযুক্ত ইন্টার্নশিপের জন্য বিবেচিত হয়। এই স্কিমটি মূলত নিম্ন পরিবারের তরুণদের লক্ষ্য করে তৈরি করা হয়েছে, যাতে তারা কর্মসংস্থানের জন্য প্রয়োজনীয় দক্ষতা অর্জন করতে পারে। এই ইন্টার্নশিপ প্রকল্পে অংশগ্রহণকারীরা নিচের সুবিধাগুলো পাবে –
মাসিক ৫,০০০ টাকা ইন্টার্নশিপ চলাকালীন প্রতিমাসে ৫,০০০ টাকা ভাতা প্রদান করা হবে।
এককালীন ৬,০০০ টাকা ইন্টার্নশিপ শেষ করার পর এককালীন ৬,০০০ টাকা প্রদান করা হবে।
বাস্তব কাজের অভিজ্ঞতা সরাসরি শিল্পখাতে কাজের সুযোগ পাওয়া যাবে।
শীর্ষ কোম্পানিতে কাজের সুযোগ ভারতের শীর্ষ ৫০০ কোম্পানিতে ইন্টার্নশিপ করার সুযোগ থাকবে।
দক্ষতা উন্নয়ন ও ক্যারিয়ার প্রস্তুতি ভবিষ্যতের কর্মসংস্থানের জন্য দক্ষতা অর্জনের সুযোগ থাকবে।
নিউজ পোল বাংলার ফেসবুক পেজের লিঙ্ক:https://www.facebook.com/share/p/12Kw2tPMcqi/