নিউজ পোল ব্যুরো: রামনবমী (Ram Navami) উপলক্ষে প্রধানমন্ত্রী মোদীর (Narendra Modi) রয়েছে নানা কর্মসূচি। আগামী ৬ এপ্রিল দেশজুড়ে পালন হবে রামনবমী (Ram Navami), আর এর আগেই শুরু হয়ে যাবে শাসক-বিরোধী নেতাদের নানা কার্যক্রম। এই আবহে প্রধানমন্ত্রীর (Narendra Modi) দফতর সূত্রে খবর, রামনবমীর (Ram Navami) দিন তিনি রামেশ্বরাম রামানাথাস্বামী মন্দিরে পুজো দেবেন। পুজো শেষ করে সেখান থেকে তিনি চলে যাবেন সদ্য নির্মিত পামবান রেল সেতুর (Pamban Bridge) উদ্বোধনে।
আরও পড়ুন: Jagannath Temple Puri: আবারও জগন্নাথ মন্দিরের প্রধান সেবায়েত রাজেশ দ্বৈতপতি!
সম্প্রতি, ইদের আগে ৩২ লক্ষ দরিদ্র মুসলিম পরিবারের হাতে বিশেষ উপহার তুলে দিয়েছেন মোদী (Narendra Modi)। বিজেপির সংখ্যালঘু মোর্চার মাধ্যমে এই উপহারগুলো পাঠানো হয়েছে। এর পাশাপাশি, রামনবমী উপলক্ষে প্রধানমন্ত্রী পুজো দেবেন, এবং সেই দিনেই পামবান সেতুর উদ্বোধন হবে। এই সেতু ভারতীয় ভূখণ্ড এবং রামেশ্বরাম দ্বীপের (Rameshwaram Island) মধ্যে সংযোগ স্থাপন করবে। সমুদ্রের উপর নির্মিত এই সেতুটি একেবারে আধুনিক প্রযুক্তিতে তৈরি।
নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিঙ্ক: https://www.facebook.com/share/1XhiZuM5DK/
পামবান সেতু নির্মাণের খরচ হয়েছে ৫৩৫ কোটি টাকা। গত মাসে এখানে প্রথম ট্রায়াল রান হয়েছে। আগামী মাসে এটি উদ্বোধন হতে চলেছে। সেতুর নির্মাণের আগে ভারতীয় ভূখণ্ড ও পামবান দ্বীপের (Pamban Bridge) মধ্যে একটি যানবাহন চলাচলের সেতু ছিল, যা ইন্দিরা পয়েন্ট নামে পরিচিত। এর পাশাপাশি ছিল পুরনো পামবান রেল ব্রিজ, যেটি যান্ত্রিক সমস্যার কারণে ২০২২ সালে বন্ধ হয়ে যায়।
নতুন পামবান সেতুতে প্রতি ঘণ্টায় ৭৫ কিলোমিটার বেগে ট্রেন চলাচল করতে পারবে। এছাড়া, সেতুর মাঝখান থেকে ১৭ মিটার পর্যন্ত উচ্চতায় উঠে গিয়ে জাহাজ চলাচলের জন্য জায়গা তৈরি করা যাবে। এই সেতু ভারতীয় রেল ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ সংযোজন ও দক্ষিণ ভারতীয় অঞ্চলের যাতায়াত ব্যবস্থাকে আরও উন্নত করবে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT