Ram Navami: রাম নবমী উদযাপনে প্রশাসনিক জটিলতা

জেলা রাজনীতি

নিউজ পোল ব্যুরো: আগামী ৬ই এপ্রিল সারা দেশজুড়ে উদযাপিত হতে চলেছে রাম নবমী উৎসব (Ram Navami)। এই বিশেষ দিন উপলক্ষে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় বর্ণাঢ্য শোভাযাত্রার (Procession) আয়োজন করা হবে, যার মধ্যে অন্যতম শিলিগুড়ি (Siliguri)। কিন্তু এই শোভাযাত্রার অনুমতি নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছে, কারণ বঙ্গীয় হিন্দু মহামঞ্চ দাবি করছে যে পশ্চিমবঙ্গই একমাত্র রাজ্য যেখানে রাম নবমীর শোভাযাত্রার জন্য প্রশাসনিক অনুমতি(নিতে হয়, এমনকি কখনও কখনও আদালতের দ্বারস্থ হতে হয়।

এই পরিপ্রেক্ষিতে বঙ্গীয় হিন্দু মহামঞ্চ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে একটি চিঠি দিয়ে অনুরোধ করেছে, যাতে রাম নবমী শোভাযাত্রার দিন, অর্থাৎ ৬ই এপ্রিল, পশ্চিমবঙ্গ সহ দার্জিলিং (Darjeeling) জেলার সমস্ত মদের দোকান ও পানশালা ১২ ঘণ্টার জন্য বন্ধ রাখা হয়। সংগঠনের দাবি, এই ধরনের ধর্মীয় অনুষ্ঠানের সময় কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে মদের দোকান বন্ধ রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
যদিও মুখ্যমন্ত্রীর কাছ থেকে এই বিষয়ে এখনও কোনো প্রতিক্রিয়া মেলেনি, তবে বঙ্গীয় হিন্দু মহামঞ্চের সদস্যরা ইতোমধ্যেই আবগারি দফতরে গিয়ে স্মারকলিপি জমা দিয়েছেন। বঙ্গীয় হিন্দু মহামঞ্চের সভাপতি বিক্রমাদিত্য মণ্ডল এই বিষয়ে সরাসরি রাজ্য সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। তার বক্তব্য, সারা ভারতবর্ষে রাম নবমীর শোভাযাত্রার জন্য কোথাও রাস্তা পরিবর্তন করতে হয় না, প্রশাসনিক অনুমতির প্রয়োজন হয় না, এমনকি আদালতের হস্তক্ষেপও দরকার হয় না। তার অভিযোগ, রাজ্যের রাজনৈতিক এবং প্রশাসনিক নীতির ফলে পশ্চিমবঙ্গ ধীরে ধীরে “পশ্চিম বাংলাদেশ” হওয়ার পথে এগিয়ে যাচ্ছে।

আরও পড়ুন: http://Salt Lake: অবৈধ কল সেন্টারে হানা বিধাননগর পুলিশের, গ্রেফতার ৩

বঙ্গীয় হিন্দু মহামঞ্চ স্পষ্ট করে দিয়েছে, যদি ৬ এপ্রিল (Ram Navami) কোনো পানশালা বা মদের দোকান খোলা থাকে এবং সেই কারণে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে, তবে তার দায় প্রশাসনকেই নিতে হবে। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা নিজেরাই এই দোকানগুলো বন্ধ করার ব্যবস্থা নিতে বাধ্য হবে। অর্থাৎ এবার রাজ্য সরকার কী সিদ্ধান্ত নেয়, তা দেখার জন্য এখন নজর থাকবে প্রশাসনের পরবর্তী পদক্ষেপের দিকে।

নিউজ পোল বাংলার ফেসবুক পেজের লিঙ্ক: https://www.facebook.com/share/v/1A8MysQkbn/