নিউজ পোল ব্যুরো: মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে সল্ট লেকের সেক্টর (Salt Lake) ফাইভে অবস্থিত একটি অবৈধ আন্তর্জাতিক কল সেন্টারে হদিশ পায় বিধাননগর থানার পুলিশ। জানা গিয়েছে, পুলিশের দল কল সেন্টারের অফিসে হানা দিয়ে প্রচুর পরিমাণ নগদ টাকা, মোবাইল, ল্যাপটপ সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ নথিপত্র উদ্ধার করে। এই ঘটনায় কল সেন্টারের মালিক অবিনাশ জয়সোয়াল ওরফে পীযুষকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া আরও দুই জনকে আটক করেছে পুলিশ।

উল্লেখ্য, সল্টলেক সেক্টর ফাইভের কল সেন্টারটি দীর্ঘদিন ধরেই বেআইনি (illegal) ভাবে আন্তর্জাতিক গ্রাহকদের লক্ষ্য করে প্রতারণা চালিয়ে আসছিল। অভিযানের সময় অফিস থেকে নগদ ৬০ লক্ষ টাকা উদ্ধার করা হয়। এরপর তদন্ত এগোতে পুলিশ অবিনাশ জয়সোয়ালের ব্যক্তিগত বাসভবনেও তল্লাশি চালায়, যেখানে আরও ৫ লক্ষ টাকা পাওয়া যায়। অর্থাৎ, মোট ৬৫ লক্ষ টাকা বাজেয়াপ্ত করেছে পুলিশ। শুধু নগদ টাকা নয়, অভিযানের সময় একাধিক মোবাইল ফোন, ল্যাপটপ, হার্ডড্রাইভ (hard drive), ইন্টারনেট রাউটার সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ ইলেকট্রনিক ডিভাইস বাজেয়াপ্ত করা হয়েছে। এই সমস্ত ডিভাইস পর্যালোচনা করে প্রতারণার বিস্তারিত নথিপত্র সংগ্রহের চেষ্টা চালাচ্ছে তদন্তকারী দল। জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পেরেছে, এই কল সেন্টারের মাধ্যমে বিদেশি নাগরিকদের সঙ্গে প্রতারণা করে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেওয়া হচ্ছিল।
আরও পড়ুন: http://Internship Scheme: তরুণদের জন্য সরকারি ইন্টার্নশিপ
অভিযানের পরই অবিনাশ জয়সোয়াল ওরফে পীযুষ সহ আরও দুই জনকে পুলিশ গ্রেফতার করে। বুধবার তাদের আদালতে (court) পেশ করা হবে বলে জানা গিয়েছে। এই চক্রের সঙ্গে আরও কারা যুক্ত, তা খতিয়ে দেখছে বিধাননগর পুলিশ। একই সঙ্গে এই কল সেন্টারের সঙ্গে আর কারা জড়িত, তা জানার জন্য পুলিশ বিভিন্ন দিক থেকে তদন্ত চালাচ্ছে। বাজেয়াপ্ত ডিভাইস ও নথিপত্র বিশ্লেষণ করে অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে। সূত্রের খবর, এই প্রতারণা চক্রের মূল পরিকল্পনাকারীদের খুঁজে বের করার জন্য একাধিক ডিজিটাল ফরেনসিক টেস্ট চালানো হবে।

বিধাননগর পুলিশের এই সফল অভিযানে আবারও বেআইনি কল সেন্টারের র্যাকেট (racket) ফাঁস হয়ে গেল। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ভবিষ্যতে আরও এই ধরনের বেআইনি কাজকর্ম রুখতে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। এরইমধ্যেই বিধাননগর পুলিশের ডিসি ডিডি ডক্টর সোনায়ন কুলদীপ সুরেশ একটি প্রেস মিট করেছেন।তিনি সবাইকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন।
নিউজ পোল বাংলার ফেসবুক পেজের লিঙ্ক: https://www.facebook.com/share/p/1E927KudU3/