নিউজ পোল ব্যুরো: জম্মু ও কাশ্মীরে (Jammu and Kashmir) ফের শুরু হয়েছে সেনা জঙ্গির গুলির লড়াই। পুলিশ সূত্রে জানা গিয়েছে বৃহস্পতিবার কাঠুয়া জেলায় নিরাপত্তা বাহিনী এবং সন্ত্রাসীদের মধ্যে নতুন করে গুলির লড়াই (Encounter) শুরু হয়েছে। এতেই দুই পুলিশ সদস্য আহত হয়েছেন বলে জানা গিয়েছে। এই এনকাউন্টারের ঘটনা চতুর্থ দিনে পড়েছে।
জম্মু-কাশ্মীর পুলিশ জানিয়েছে, হীরানগর সেক্টর থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে রাজবাগের ঘাটি জুথানার জাখোল গ্রামের কাছে এই গুলির লড়াই শুরু হয়, যেখানে গত রবিবার এনকাউন্টার শুরু হয়েছিল। সুরক্ষাকর্তারা জানিয়েছেন, ঘটনাস্থলে অতিরিক্ত সেনা পাঠানো হয়েছে এবং শেষ খবর পাওয়া পর্যন্ত উভয় পক্ষের মধ্যে গুলি বিনিময় চলছে। সূত্রে জানা গিয়েছে, আহত দুই কর্মী জম্মু ও কাশ্মীর পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপের (SOG) সদস্য এবং তাদের চিকিৎসার জন্য কাঠুয়ার সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুই পুলিশকর্মীর অবস্থা এখন স্থিতিশীল বলে জানানো হয়েছে। ঘটনা নিয়ে নিরাপত্তা সংস্থাগুলি মনে করছে যে আজকের সংঘর্ষে জড়িত সন্ত্রাসবাদীরা সেই একই দল যারা রবিবারে হীরানগরে এনকাউন্টারের পর পালিয়ে যেতে সক্ষম হয়েছিল। পাকিস্তানের আন্তর্জাতিক সীমান্তের কাছে সান্যাল গ্রামের একটি নার্সারিতে ‘ধোক’ – একটি ছোট ঘরের ভিতরে তাদের উপস্থিতি সম্পর্কে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে SOG এই অভিযান শুরু করে।
আরও পড়ুনঃ Sahkar Taxi: চালকরা হবেন লাভবান, OLA-UBER-কে টেক্কা দিতে নতুন পরিষেবা শুরু করছে কেন্দ্র
এই প্রসঙ্গে জানিয়ে রাখা ভালো, শনিবার জম্মু ও কাশ্মীরে (Jammu and Kashmir) থেকে পুলিশ, সেনাবাহিনী, NSG, BSF এবং CRPF-এর অংশগ্রহণে একটি বৃহৎ পরিসরে তল্লাশি অভিযান চলছে। UAV, ড্রোন এবং বুলেটপ্রুফ যানবাহন সহ উন্নত নজরদারি প্রযুক্তির মাধ্যমে বাহিনী অনুপ্রবেশকারীদের খুঁজে বের করার জন্য অঞ্চলটি তল্লাশি করছে। সুরক্ষাবাহিনী সন্দেহ করছে যে জঙ্গিরা পাকিস্তান থেকে নতুন খনন করা সুড়ঙ্গ অথবা গিরিখাতের পথ দিয়ে ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করেছে। অনুপ্রবেশ রুখতে বিল্লাওয়ার বনের দিকে যাওয়ার পথে অনুসন্ধান অভিযান বিশেষভাবে জোরদার করা হয়েছে, যেখানে নিরাপত্তা বাহিনী সন্ত্রাসবাদীদের গতিবিধি সফলভাবে ট্র্যাক করেছে। এর আগে সোমবার সুরক্ষাবাহিনী চারটি লোডেড এম৪ কার্বাইন ম্যাগাজিন, দুটি গ্রেনেড, একটি বুলেটপ্রুফ জ্যাকেট, স্লিপিং ব্যাগ, ট্র্যাকস্যুট এবং খাদ্য সামগ্রীর একাধিক প্যাকেট উদ্ধার করেছে। এছাড়াও, হীরানগর এনকাউন্টার সাইটের কাছে ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (IED) তৈরিতে ব্যবহৃত উপকরণ সম্বলিত পলিথিন ব্যাগ পাওয়া গিয়েছে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT