Kashmir: উপত্যকায় এনকাউন্টার, খতম ২ জঙ্গি, আহত ৫ পুলিশকর্মী

দেশ

নিউজ পোল ব্যুরো: বৃহস্পতিবার জম্মু-কাশ্মীরে (Jammu and Kashmir) শুরু হয়েছিল সেনা জঙ্গির গুলির লড়াই। তাতেই মিলেছে সাফল্য। কাশ্মীরের (Kashmir) কাঠুয়া জেলার একটি প্রত্যন্ত বনাঞ্চলে ভয়াবহ গুলির লড়াইয়ে দুই জঙ্গিকে নিকেশ করেছে সেনা। উপত্যকায় সন্ত্রাসবাদীদের সঙ্গে গুলির লড়াইয়ে পাঁচজন নিরাপত্তা বাহিনীর সদস্য আহত হয়েছেন। এলাকাজুড়ে চলছে সন্ত্রাসদমন অভিযান।

গত গত চারদিন ধরে লুকিয়ে থাকা জঙ্গিদের নিকেশ করার জন্য সন্ত্রাসদমন অভিযান চালাচ্ছিল নিরাপত্তা বাহিনী। তবে কাঠুয়া অঞ্চলের সান্যাল জঙ্গলে আগের অভিযান থেকে পালিয়ে যাওয়া জঙ্গি নাকি নতুন অনুপ্রবেশকারী সন্ত্রাসীদের আরেকটি দলের সন্ত্রাসবাদীদের মৃত্যু হয়েছে স্পষ্ট নয়। জম্মু-কাশ্মীর পুলিশ, সেনার সঙ্গে এনএসজি, বিএসএফ ও সিআরপিএফের বাহিনী যৌথ ভাবে তল্লাশি অভিযান চালাচ্ছিল। হেলিকপ্টার, ড্রোন, স্নিফার ডগ নিয়ে চলছিল তল্লাশি। চারদিন অভিযান শুরু হওয়ার পর বৃহস্পতিবার সকাল থেকে জাখোল গ্রাম সংলগ্ন এলাকায় শুরু হয় জঙ্গিদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর গুলির লড়াই। আহত পুলিশদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন যে জম্মু ও কাশ্মীর পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ (SOG) এবং সেনাবাহিনী, BSF এবং CRPF-এর সহায়তায় দুই সন্ত্রাসবাদী নিহত হয়েছে। জাখোল গ্রামের কাছে জঙ্গিদের গুলিতে আহত পুলিশ সদস্যদের মধ্যে একজন পুলিশ সুপারও রয়েছেন। সূত্র জানিয়েছে, তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।

আরও পড়ুনঃ Jammu and Kashmir: কাশ্মীরে নতুন করে জঙ্গিদের সঙ্গে শুরু গুলির লড়াই, আহত ২ পুলিশকর্মী

পুলিশ জানিয়েছে, কাশ্মীরে (Kashmir) ঘন পাতার আড়ালে ঢেকে থাকা একটি নদীর কাছে বন্দুকযুদ্ধের স্থানের কাছে একজন সাব-ডিভিশনাল পুলিশ অফিসার (SDPO) সহ তিনজন নিরাপত্তা কর্মী আটকা পড়েছেন। এই প্রসঙ্গে জানিয়ে রাখা ভালো, রবিবার সন্ধ্যায় কাঠুয়া জেলার হীরানগর সেক্টরে SOG সন্ত্রাসীদের একটি দলকে আটক করে। ব্যাপক তল্লাশি অভিযান সত্ত্বেও, সন্ত্রাসবাদীরা পালিয়ে যেতে সক্ষম হয়। তার পর থেকেই অভিযান অব্যহত ছিল।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT