নিউজ পোল ব্যুরো: ফের উত্তপ্ত ভাটপাড়া। এবারে খোদ নিজের খাসতালুক ভাটপাড়ায় মেঘনা মোড়ে ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিংকে (Arjun Singh) লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠছে। সূত্রের খবর, বিজেপি নেতা অক্ষত থাকলেও বুধবার রাতে পাল্টা গুলিতে আহত হয়েছেন এক তৃণমূল কর্মী। সব মিলিয়ে এক অশান্তির বাতাবরণ সৃষ্টি হয়েছে গোটা এলাকায়।
আরও পড়ুনঃ Dilip Ghosh: পশ্চিমবঙ্গের হিন্দুরাও ভেলকি দেখাবে, মমতার বৈঠকের পরেই মন্তব্য দিলীপের
সূত্রের খবর, বুধবার রাতে জগদ্দলের মেঘনা জুটমিলের শ্রমিকদের দুটি গোষ্ঠীর মধ্যে বচসাকে কেন্দ্র করে ঝামেলার সূত্রপাত। এই সময় এখানে আগে থেকেই উপস্থিত ছিলেন ভাটপাড়া পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের ছেলে নমিত সিং। এরপর খবর পেয়ে অর্জুন সিংও তাঁর দলবল নিয়ে সেখানে পৌঁছন। অভিযোগ, বচসা চরমে উঠতেই অর্জুনকে লক্ষ্য গুলি চালায় নমিতেরই এক অনুগামী।

গুলি যদিও অর্জুনের গায়ে লাগেনি। এরপর নমিত আর তার অনুগামীদের তাড়া করে অর্জুন আর দলবল। এসময় একাধিক গুলি চলার অভিযোগ উঠেছে। এমনকি বোমা মারা হয়েছে বলেও অভিযোগ। ঘটনায় আহত হয় নমিত সিংয়ের এক অনুগামী। জগদ্দলের তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যামের দাবি, গুলি চালিয়েছেন অর্জুন সিং নিজে। এদিকে এই ঘটনার পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার সকালে অর্জুন সিংকে লিখিত নোটিশ পাঠায় জগদ্দল থানার পুলিশ। সকাল ১০ টার সময় থানায় হাজিরা দিতে নির্দেশ দেওয়া হয়।

নিউজ পোল ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/1EA79Afcw5/
কিন্তু পুলিশের নির্দেশ মানেননি অর্জুন সিং (Arjun Singh)। বুধবার রাতেই তিনি পাল্টা অভিযোগ দায়ের করেন নমিত সিং, সাদ্দাম হোসেন, প্রেম-সহ একাধিকজনের নামে। নমিত সিংয়ের নেতৃত্বে এলাকা অশান্ত করা হচ্ছে বলে অভিযোগ করেন প্রাক্তন বিজেপি সাংসদ। বলেন, “আমাকে নোটিশ দিয়ে ডাকা হচ্ছে। পুলিশের সামনেই বোমা গুলি চলল। পুলিশ আমাকেই নোটিশ পাঠাচ্ছে। পুলিশ মমতা ব্যানার্জির দলদাস হয়ে কাজ করছে। আমি চাই পুলিশ এলাকার সিসিটিভি ফুটেজ জনসমক্ষে প্রকাশ করুক।” বুধবার রাতের ঘটনায় পুলিশ এখনও পর্যন্ত ৪ জনকে গ্রেফতার করেছে বলে খবর। যদিও এরপরেও কমেনি অশান্তির আঁচ। বৃহস্পতিবার দুপুরেও ফের বোমাবাজির অভিযোগ উঠেছে অর্জুন সিংয়ের বাড়ির সামনে।