Rohit Sharma: নেতৃত্বের ব্যাটন রোহিতের হাতেই

breakingnews ক্রিকেট ক্রীড়া

নিউজ পোল ব্যুরো: নেতৃত্ব থেকে এখন‌ই সরানো হচ্ছে না রোহিত শর্মাকে (Rohit Sharma)। আইপিএল (IPL 2025) চলাকালীন‌ই বড় সিদ্ধান্ত ভারতীয় নির্বাচকমণ্ডলীর (Team India Selectors)। যদিও আভাস ছিল আগেই। বৃহস্পতিবার সেই খবরেই শিলমোহর পড়ল। ঘরের মাঠে নিউজিল্যান্ড সিরিজ (০-৩) এবং অস্ট্রেলিয়ায় ৩-১ -এ বর্ডার-গাভাস্কার সিরিজ (BGT) হারের পর থেকেই কাটাছেঁড়া চলছিল হিটম্যানের (Hitman) ক্যাপ্টেন্সি নিয়ে। কিন্তু সূত্রের খবর বিকল্পের অভাব এবং চ্যাম্পিয়ন্স ট্রফি (Champions Trophy 2025) জয়‌ বাঁচিয়ে দিয়ে গেল ভারতীয় অধিনায়ককে (Indian Captain)।

আরও পড়ুন: Riyan Parag : এবার মাঠে ঢুকে রিয়ান পরাগের পা ছুঁয়ে প্রণাম! এ কেমন নিরাপত্তা ব্যবস্থা?

আইপিএল ফুরোলেই ইংল্যান্ড সফরের দামামা বেজে যাবে। দল নির্বাচন করা হবে আইপিএলের শেষের দিকে। কিন্তু তার আগেই অধিনায়ক প্রশ্নে সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন অজিত আগরকরের নেতৃত্বাধীন নির্বাচক কমিটি। আপাতদৃষ্টিতে দেখলে সদ্য দেশকে আইসিসি ট্রফি এনে দেওয়া অধিনায়ককে (Rohit Sharma) নিয়ে প্রশ্ন থাকার কথা নয়। তাঁর উপর যে অধিনায়ক পরপর দু’বছরে দুখানা আইসিসি খেতাব জয়ী হয়েছেন। কিন্তু লাল বলের ক্রিকেটে সেই অধিনায়কের‌ই পারফরম্যান্স গ্রাফ নীচে নামতে নামতে তলানিতে ঠেকে গিয়েছে। সিরিজ হার‌ই নয় টেস্ট ক্রিকেটে তাঁর ব্যাটে চলছে রানের খরাও।

সীমিত ওভারের ক্রিকেট যে গতিতে লাফিয়ে বেড়েছে রোহিতের (Rohit Sharma) গ্রাফ, টেস্টে সেই গতিতেই নেমেছে তাঁর ব্যাটিং গড়। এই মুহূর্তে টেস্ট ক্রিকেটে কেরিয়ারের সর্বনিম্ন ব্যাটিং গড়ে রয়েছেন রোহিত — ২৯.৪৮। অজি সিরিজে তিন ম্যাচে মাত্র ৩১ রান আসে তাঁর ব্যাট থেকে। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছয় যে সিডনিতে সিরিজের শেষ ম্যাচে খেলেননি তিনি। শেষ ১০টি টেস্ট ম্যাচে তাঁর রান সংখ্যা মাত্র ১৬৪। কিন্তু তারপরেও রোহিতের উপরেই আর‌‌ও একবার আস্থা রাখতে চলেছে বিসিসিআই। কারণ প্রধানত দুটো —

১. এই মুহূর্তে বিকল্প কোন অধিনায়ক নেই ভারতীয় টিম ম্যানেজমেন্টের হাতে। যশপ্রীত বুমরাহর কথা ভাবা হলেও তিনি যেভাবে মাঝেমধ্যেই চোট পান তাতে তাঁকে অধিনায়ক করলে মুশকিলে পড়বে দল। তাছাড়া নেতৃত্বের চাপ‌ও পড়তে পারে তাঁর পারফরম্যান্সে। আর দেশে হোক বিদেশে ভারতীয় বোলিংকে নেতৃত্ব দেন বুমরাহ‌ই। সাদা বলের ক্রিকেটে কে এল রাহুল নেতৃত্ব দিলেও এই মুহূর্তে টেস্টে অধিনায়ক হিসেবে ভাবা হচ্ছে না তাঁকে। সুতরাং রোহিত ছাড়া অন্য কোন বিকল্প‌ও নেই নির্বাচকদের হাতে।

Rohit Sharma

২. সদ্য রোহিতের (Rohit Sharma) অধিনায়কত্বে চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী হয়েছে ভারতীয় দল। তাছাড়া গত বছরেই টি-২০ বিশ্বকাপ‌ চ্যাম্পিয়ন‌‌ও হয়েছিল ভারত তাঁর নেতৃত্বেই। সতীর্থদের সঙ্গে তাঁর সম্পর্কের রসায়ন নিয়ে কোন দ্বিমত নেই ভারতীয় ক্রিকেটের অন্দরমহলে। ফলে হঠাৎ করে এই মুহূর্তে রোহিতকে সরিয়ে দিলে তার বাজে প্রভাব পড়তে পারে দলের উপর এমনটাই মনে করছেন ভারতীয় টিম ম্যানেজমেন্ট।

নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/1EA79Afcw5/

সূত্র মারফত খবর আইপিএলে খেলোয়াড়দের পারফরম্যান্সের দিকেও নজর রাখবেন নির্বাচকরা। ফলে এখন‌ই ইংল্যান্ড সিরিজের জন্য কোন চূড়ান্ত দল স্থির করেননি নির্বাচকরা। তবে মোটামুটি বিজিটির স্কোয়াড‌ই ধরে রাখা হবে। বিসিসিআইয়ের একটি সূত্র জানিয়েছে, “এখন‌ও অনেক সময় রয়েছে। আইপিএলের শেষদিকে দল চূড়ান্ত করা হবে।“ আগামী মে-জুন মাসে ভারতীয় এ দল ইংল্যান্ড সফরে যাবে। ইংল্যান্ড সফরের প্রস্তুতি নিতেই ইংল্যান্ড লায়ন্সের (ইংল্যান্ডের এ দল) বিরুদ্ধে দুটি চার-দিনের ম্যাচ খেলবে তারা। খবর খোদ গৌতম গম্ভীর‌ও যেতে পারেন যে দলের সঙ্গে। এ‌বার জানা গিয়েছে বেশকিছু সিনিয়র ক্রিকেটারকেও ‘এ’ দলে খেলানো হবে। ২০ জুন হেডেংলিতে প্রথম টেস্ট। মোটের উপর যত‌ই আইপিএল চলুক, বিসিসিআইয়ের আসল নজর টেস্ট ক্রিকেট তা বলাই চলে।