নিউজ পোল ব্যুরো: ভাটপাড়া রাজ্য সাধারণ হাসপাতালে (Bhatpara State General Hospital) স্মার্ট ওপিডি (Smart OPD) প্রকল্পের শিলান্যাস অনুষ্ঠান আয়োজিত হয় (North 24 Parganas)। হাসপাতালের সুপার (Hospital Superintendent) ডাক্তার মিজানুর ইসলাম (Dr. Mizanur Islam) অনুষ্ঠানে উপস্থিত ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের (Barrackpore Lok Sabha Constituency) সাংসদ পার্থ ভৌমিকের (Partha Bhowmick) পা ছুঁয়ে প্রণাম করেন। এই ঘটনার ছবি সামাজিক মাধ্যমে (Social Media) ছড়িয়ে পড়তেই শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক (Political Controversy)। বুধবার ভাটপাড়া রাজ্য সাধারণ হাসপাতালে স্মার্ট ওপিডির ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে এক সরকারি অনুষ্ঠান (Government Event) অনুষ্ঠিত হয়। সেখানে উপস্থিত ছিলেন উত্তর ২৪ পরগনা (North 24 Parganas) জেলার জেলাশাসক (District Magistrate) শরৎ কুমার দ্বিবেদী (Sharath Kumar Dwivedi), জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক (Chief Health Officer) সমুদ্র সেনগুপ্ত (Samudra Sengupta), ব্যারাকপুর মহকুমার মহকুমা শাসক (Sub-Divisional Officer) সৌরভ বারিক (Sourav Barik), ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের সাংসদ পার্থ ভৌমিক সহ তিন কেন্দ্রের বিধায়ক (MLA)।
আরও পড়ুন:- Dilip Ghosh: মমতার রাজ্যে সংবিধান নেই: দিলীপ ঘোষ
এই অনুষ্ঠানের (North 24 parganas) মঞ্চেই, সাংসদ পার্থ ভৌমিককে সম্বর্ধনা জানানোর সময় হাসপাতাল সুপার ডাক্তার মিজানুর ইসলাম তাকে পা ছুঁয়ে প্রণাম করেন। উপস্থিত দর্শকদের কেউ কেউ এই ঘটনার ছবি তুলে রাখেন এবং তা সামাজিক মাধ্যমে পোস্ট করা হয়। ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ তথা বিজেপি (BJP) নেতা অর্জুন সিং (Arjun Singh) এই ছবিটি নিজের সামাজিক মাধ্যমে পোস্ট করেন। তিনি লেখেন, “রাজ্যজুড়ে জাল ওষুধের (Fake Medicine Racket) কারবার রমরমিয়ে চলছে, আর ভাটপাড়া হাসপাতালের সুপার সাংসদকে প্রণাম করে সেই রাস্তাতেই এগোচ্ছেন।” এই মন্তব্যের পরই শুরু হয় রাজনৈতিক তরজা (Political Debate)। একদিকে তৃণমূল কংগ্রেস (TMC) এই ঘটনাকে ব্যক্তিগত শ্রদ্ধা (Personal Respect) বলে ব্যাখ্যা করেছে, অন্যদিকে বিরোধীরা (Opposition) এটিকে প্রশাসনিক শিষ্টাচার ভঙ্গের (Violation of Official Conduct) দৃষ্টান্ত বলে কটাক্ষ করছে। এই বিতর্কের প্রেক্ষিতে, ডাক্তার মিজানুর ইসলাম স্পষ্টভাবে জানান যে, তিনি কোনো ভুল করেননি। তার বক্তব্য অনুযায়ী, “এটা আমাদের বাংলার সংস্কৃতি (Bengali Culture)। গুরুজনদের (Elders) প্রণাম করা ছোটদের কাজ। পার্থ ভৌমিক আমার গুরুজন (Senior), আমি তাকে প্রণাম করে কোনো অন্যায় কাজ করিনি।”
নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিঙ্ক:- https://www.facebook.com/share/1XhiZuM5DK/
প্রশাসনিক স্তরেও এই ঘটনা (North 24 Parganas) নিয়ে আলোচনা চলছে। সরকারি অনুষ্ঠানে একজন সরকারি আধিকারিকের (Government Official) এভাবে নির্বাচিত জনপ্রতিনিধিকে (Elected Representative) প্রণাম করা কতটা শোভনীয়, তা নিয়ে প্রশ্ন উঠেছে। যদিও তৃণমূল কংগ্রেসের নেতারা বিষয়টিকে গুরুত্বহীন বলে দাবি করেছেন। সামাজিক মাধ্যমে এই ছবির ভাইরাল হওয়ার পর জনমত দুই ভাগে বিভক্ত হয়েছে। কেউ কেউ এটিকে বাংলার ঐতিহ্যবাহী সংস্কৃতি বলে সমর্থন করেছেন, আবার কেউ বলছেন যে একজন হাসপাতাল সুপারের এভাবে সাংসদের পা ছুঁয়ে প্রণাম করা অনুচিত।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT