Salt Lake : যত্রতত্র দাঁড়িয়ে গাড়ি, সল্টলেকে অবৈধ পার্কিংয়ের বিরুদ্ধে বড় অভিযান পুলিশের

অপরাধ কলকাতা জেলা শহর

নিউজ পোল ব্যুরো: যত্রতত্র রাস্তার দু’পাশে পর পর গাড়ি দাঁড়িয়ে। এর মধ্যে বেশিরভাগ জায়গাই নো পার্কিং জোন। অর্থাৎ সেখানে গাড়ি রাখা নিষিদ্ধ। তা সত্ত্বেও নির্দ্ধিধায় চলছে গাড়ি পার্কিং। সল্টলেকের (Salt Lake) রাস্তায় এমন ছবি দেখা যায় হামেশাই। এবারে এই অবৈধ পার্কিং রুখতে কড়া পদক্ষেপ নিল বিধাননগর ট্রাফিক পুলিশ। বৃহস্পতিবার দুপুরে নো পার্কিং জোনে পার্ক করা গাড়িগুলিকে সরাতে বিশেষ অভিযান চালানো হল তাদের তরফে।

আরও পড়ুনঃ Arjun Singh : অশান্ত জগদ্দলে গুলি-বোমার লড়াই, পুলিশের নির্দেশ উড়িয়ে পাল্টা অভিযোগ বিজেপি নেতার

অবৈধ পার্কিং ইদানিং একটি বড়সড় মাথাব্যথা হয়ে উঠেছে বিধাননগরের স্থানীয় প্রশাসনের জন্য। সল্টলেকে (Salt Lake) এমন কোনও রাস্তা নেই যেখানে গাড়ি পার্কিং করানো হয় না। এমনকি সূত্রের খবর, ক্রসিংগুলিতে পর্যন্ত অবৈধভাবে গাড়ি পার্ক করা হয়। এর জেরে একদিকে যেমন যান চলাচলের জন্য রাস্তা ছোট হয়ে যাচ্ছে। পাশাপাশি বেড়ে যাচ্ছে দুর্ঘটনার সম্ভাবনাও। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার অবৈধ পার্কিংয়ের বিরুদ্ধে বিশেষভাবে নজরদারি চালাল বিধাননগর ট্র্যাফিক পুলিশ।

Salt Lake

এদিন দুপুরে সল্টলেকের (Salt Lake) ৪ নম্বর আইল্যান্ডের সামনে থেকে সিএপি আইল্যান্ড পর্যন্ত সমস্ত রাস্তার দু’ধারে ‘নো পার্কিং’ জোনে যে সমস্ত গাড়ি পার্কিং করানো হয়েছিল, সেই গাড়িগুলিকে সরাতে ট্রাফিক পুলিশের পক্ষ থেকে বিশেষ অভিযান চালানো হয়। দাঁড়িয়ে থাকা গাড়িগুলিতে কেস দেওয়া হয়। প্রয়োজনে আইনানুগ ব্যবস্থাও নেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে।

Salt Lake

নিউজ পোল ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/1EA79Afcw5/

বিধাননগর ডিসি ট্রাফিক নিমা নরবু ভুটিয়া এই অভিযান প্রসঙ্গে জানান, “সল্টলেকের রাস্তায় যেখানে সেখানে গাড়ি রেখে দেওয়া হয়। গ্যারেজ থাকা সত্ত্বেও রাস্তায় গাড়ি রাখা হয়। আবার অনেক ক্ষেত্রে আমরা দেখেছি যে বাইরে থেকে মানুষ সল্টলেকে এসে নো পার্কিং জোনে গাড়ি রেখে চলে যায়। এমনকি ক্রসিংয়ে নো পার্কিং বোর্ড দেওয়া সত্ত্বেও গাড়ি রাখা হয়। তবে আজ থেকে আমরা এর বিরুদ্ধে বিশেষ ব্যবস্থা নিচ্ছি।” এর পাশাপাশি বিধাননগর ট্র্যাফিক পুলিশের আধিকারিক এও জানান যে, এই অবৈধ পার্কিংয়ের জেরে দুর্ঘটনা ঘটার সম্ভাবনাও বেড়ে যায়।