Siliguri Safari Park: বনমন্ত্রীর নতুন উদ্যোগে পর্যটকদের মুখে হাসি

জেলা রাজ্য

নিউজ পোল ব্যুরো: শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্ক (Siliguri Safari Park) পরিদর্শনে এসে বনমন্ত্রী বীরবাহা হাঁসদা (Birbaha Hansda) সাধারণ মানুষকে বন্যপ্রাণী ও পরিবেশ সংরক্ষণের (Wildlife Conservation) বিষয়ে আরও বেশি সচেতন হওয়ার বার্তা দিলেন। বিশেষ করে লোকালয়ে বন্যপ্রাণীদের (Wild Animals) অনুপ্রবেশ এবং জঙ্গলে আগুন (Forest Fire) লাগার ঘটনা নিয়ে তিনি গভীর উদ্বেগ প্রকাশ করেন। বনমন্ত্রী জানান, বেঙ্গল সাফারি পার্ক এই বছর প্রায় ৯ কোটি টাকা রাজস্ব আয় করেছে, যা গত বছরের তুলনায় উল্লেখযোগ্য বৃদ্ধি পেয়েছে। গত বছর এই আয় প্রায় ৭ কোটি টাকা ছিল। পর্যটকদের (Tourists) আরও আকৃষ্ট করতে এবং সাধারণ মানুষের মধ্যে বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণের বিষয়ে সচেতনতা গড়ে তুলতে একাধিক নতুন পরিকল্পনা নেওয়া হয়েছে বলে তিনি জানান।

আরও পড়ুন:- Balurghat News: জেলা চ্যাম্পিয়নশিপে নতুন ইতিহাস, কার হাতে উঠবে শিরোপা?

সম্প্রতি হাতির (Elephants) সংখ্যা কিছু নির্দিষ্ট জঙ্গলে (Forest) বেড়েছে, যার ফলে মাঝে মধ্যেই তারা লোকালয়ে (Human Habitation) চলে আসছে। বন দপ্তরের কর্মীরা (Forest Officials) সর্বদা তৎপর রয়েছেন যাতে হাতিগুলো নিরাপদে জঙ্গলে ফিরে যেতে পারে। বনমন্ত্রী বলেন, “যদি তাদের জঙ্গলে শান্তিতে থাকতে দেওয়া হয়, তাহলে পর্যটকরা হাতির পিঠে চড়ে (Elephant Safari) জঙ্গল ভ্রমণের সুযোগ পাবেন।” তাই মানুষকে আরও বেশি সতর্ক ও দায়িত্বশীল হতে হবে, যাতে বন্যপ্রাণীরা তাদের প্রাকৃতিক আবাসস্থলে (Natural Habitat) নিরাপদে থাকতে পারে। বনমন্ত্রী বীরবাহা হাঁসদা জঙ্গলে (Siliguri Safari Park) আগুন লাগার ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, বন দপ্তর নজরদারি (Surveillance) আরও বাড়িয়েছে, যাতে বোঝা যায় কীভাবে এবং কোথা থেকে আগুন লাগছে। একইসঙ্গে সাধারণ মানুষকে আরও সজাগ ও দায়িত্ববান হওয়ার আহ্বান জানান, যাতে বনভূমির (Forest Land) সুরক্ষা নিশ্চিত করা যায়।

নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিঙ্ক:- https://www.facebook.com/share/1XhiZuM5DK/

বনমন্ত্রী স্পষ্টভাবে জানান, শুধুমাত্র প্রশাসনের প্রচেষ্টা যথেষ্ট নয়, সাধারণ মানুষকেও পরিবেশ ও বন্যপ্রাণ সংরক্ষণের দায়িত্ব নিতে হবে। বনাঞ্চলে আগুন লাগার অন্যতম কারণ হলো অসতর্কতা, যা অনেক সময় পর্যটক বা স্থানীয় বাসিন্দাদের ভুলের কারণে ঘটে। তাই তিনি সকলকে আরও সচেতন হওয়ার বার্তা দেন এবং পরিবেশ রক্ষায় সক্রিয় ভূমিকা নেওয়ার আহ্বান জানান। পরিবেশ (Siliguri Safari Park) ও বন্যপ্রাণী সংরক্ষণ (Environmental Protection & Wildlife Conservation) শুধু সরকারের একার দায়িত্ব নয়, বরং সাধারণ মানুষের সহযোগিতাও একান্ত প্রয়োজন। বন দপ্তরের তৎপরতার পাশাপাশি যদি সবাই মিলিতভাবে সচেতন হন, তবেই বনাঞ্চল ও বন্যপ্রাণ সংরক্ষণ করা সম্ভব হবে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT