Water Crisis: জল সংকটে আমবাড়ি, আশ্বাস মন্ত্রীর

জেলা রাজ্য

নিউজ পোল ব্যুরো: পানীয় জলের সংকটে (Water Crisis) স্থানীয় বাসিন্দারা! কোচবিহারের (Coochbehar) দিনহাটা ভিলেজ টু গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত আমবাড়ি সংলগ্ন এলাকায় পথ অবরোধ করেন স্থানীয়রা। তাদের অভিযোগ, টাইম কলে জল সরবরাহ না থাকার কারণে সমস্যায় (Problem) পড়ছেন তাঁরা। স্থানীয়রা জানান, পানীয় জল না পাওয়ায় (Water Crisis) তারা অন্য স্থান থেকে জল সংগ্রহ করে তা ব্যবহার করতে বাধ্য হচ্ছেন। যার ফলে বিভিন্ন স্বাস্থ্যগত সমস্যার (Health problem) সম্মুখীন হচ্ছেন।

আরও পড়ুন: Durgapur Barrage: দুর্গাপুর ব্যারেজ সেতুর বড়সড় সংস্কার কাজ শুরু!

এদিন, দিনহাটা সাহেবগঞ্জ রোডে পথ অবরোধ চলছিল। ওই রাস্তাটি দিয়ে বামনহাটে একটি কর্মসূচিতে যাচ্ছিলেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ । মন্ত্রী ওই এলাকায় পৌঁছানোর পরেই দেখতে পান যে, আমবাড়ি এলাকায় পথ অবরোধ চলছে। অবরোধকারীদের সমস্যা শুনে, মন্ত্রী উদয়ন গুহ দ্রুত স্থানীয় PHE (Public Health Engineering) বিভাগের আধিকারিককে ফোন করে নির্দেশ দেন যে এক ঘণ্টার মধ্যে ওই এলাকায় জল সরবরাহ (Water supply) স্বাভাবিক করতে হবে।

মন্ত্রীর আশ্বাসের পর PHE বিভাগের কর্মকর্তারা দ্রুত ব্যবস্থা গ্রহণ করেন। অল্প সময়ের মধ্যে জল সরবরাহ (Water Supply) পুনরায় চালু হয়। মন্ত্রীর নির্দেশ মেনে নেওয়ার পরেই এলাকার বাসিন্দারা পথ অবরোধ (Roadblock) তুলে নেন। মন্ত্রীর এই পদক্ষেপে স্থানীয় জনগণের মধ্যে প্রশংসা প্রকাশ করা হয়।

নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিঙ্ক: https://www.facebook.com/share/1XhiZuM5DK/

স্থানীয়দের অভিযোগ ছিল যে, বহুদিন ধরে পানীয় জল সরবরাহের (Water Crisis) সমস্যা চলছিল, তবে তাদের অভিযোগ শোনা হচ্ছিল না। মন্ত্রীর দ্রুত হস্তক্ষেপের ফলে এলাকাবাসীরা কিছুটা স্বস্তি অনুভব করেন। তারা আশা রাখছেন, ভবিষ্যতে এ ধরনের সমস্যা (Problem) আর সৃষ্টি হবে না এবং তাঁদের পানীয় জল সরবরাহের পরিষেবা (Water Supply) আরও উন্নত হবে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT