Digha: দিঘার রাস্তায় অচলাবস্থা! প্রশাসনের দিকে তাকিয়ে জনতা

জেলা রাজ্য

মিলন পন্ডা, পূর্ব মেদিনীপুর: দিঘা (Digha) জগন্নাথ মন্দিরের (Jagannath Temple) সামনের ১১৬ বি জাতীয় সড়কের উপর “চৈতন্যদ্বার” নির্মাণের (National Highway) কাজ শুরু হয়েছে। এই কাজের জন্য গত ২৪ শে মার্চ থেকে আগামী ২০ দিন পর্যন্ত জাতীয় সড়কে (National Highway) যান চলাচল বন্ধ রাখা হয়েছে, এমনই একটি নির্দেশিকা জারি করেছে প্রশাসন (Administration)। এই কারণে পর্যটকদের দিঘা (Digha) গেটের কাছেই নেমে যেতে হচ্ছে যারা ওল্ড দিঘায় যেতে চান। তবে যারা নিউ দিঘা অথবা এর আশপাশের এলাকাগুলোতে যেতে চান তাদের দিঘা বাইপাস রুট ব্যবহার করতে হচ্ছে।

আরও পড়ুন: Jaundice: জন্ডিসে আক্রান্ত ২৪,আতঙ্কে মেদিনীপুরবাসী

ওল্ড দিঘায় (Old Digha) যানবাহন ঢুকতে না দেওয়ায় স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী এবং হোটেল মালিকরা মারাত্মক সমস্যায় পড়েছেন। তারা প্রশাসনের কাছে আবেদন জানিয়েছেন যে, যানবাহনগুলোকে অন্তত ওল্ড দিঘার পার্কিং পয়েন্ট (Parking point) পর্যন্ত আসার সুযোগ দেওয়া হয়। যাতে প্রশাসন দ্রুত কোনো সমাধান বের করতে পারে সেজন্য স্থানীয় ব্যবসায়ীরা ও হোটেল মালিকরা একযোগে কাজ করছেন।

নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিঙ্ক: https://www.facebook.com/share/1XhiZuM5DK/

দিঘা-শংকরপুর হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশন এর যুগ্ম সম্পাদক সুশান্ত পাত্র বলেন, “জগন্নাথ মন্দিরের (Jagannath Temple) কাছে গেট নির্মাণের কারণে সমস্ত যানবাহনকে দিঘা গেট থেকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে ও ওল্ড দিঘায় ঢুকতে দেওয়া হচ্ছে না। এতে ওল্ড দিঘার বাসিন্দা, ব্যবসায়ী এবং হোটেল মালিকদের সংসার চালাতে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। আমরা প্রশাসনের কাছে আবেদন করেছি যেন, যানবাহনগুলোকে ওল্ড দিঘার (Old Digha) পার্কিং পয়েন্ট পর্যন্ত নিয়ে আসার ব্যবস্থা করা হয়। এছাড়া আমরা গণস্বাক্ষর সংগ্রহ করে শুক্রবার দিঘা শংকরপুর উন্নয়ন পর্ষদের কাছে একটি স্মারকলিপি জমা দেব।”

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT

বর্তমানে দিঘার (Digha) তাপমাত্রা ক্রমশ বাড়ছে এবং পর্যটকেরা এখানে আসতে শুরু করছেন। তবে রোড বন্ধ থাকায় অনেকেই দিঘা পরিহার করছেন। যারা আসছেন তারা রাস্তায় সমস্যার সম্মুখীন হচ্ছেন। এখন স্থানীয়রা প্রশাসনের দিকে তাকিয়ে আছেন যাতে তারা দ্রুত কোনো বিকল্প ব্যবস্থা গ্রহণ করে।