নিউজ পোল ব্যুরো: দীর্ঘদিন ধরে বেআইনি মাটি কাটার (illegal soil excavation) ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে তুফানগঞ্জ-২ (Tufanganj) নম্বর ব্লকের বারকোদালি গ্রাম পঞ্চায়েতের মেচকোকা এলাকার গ্রামীণ রাস্তা। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, প্রতিদিন প্রচুর মাটি বোঝাই ডাম্পার (dump truck) এই রাস্তা দিয়ে চলাচল করে, যার ফলে রাস্তার পরিস্থিতির দিন দিন অবনতি হচ্ছে। বারংবার প্রশাসনকে জানিয়েও কোনো কার্যকর ব্যবস্থা না নেওয়ায় বৃহস্পতিবার স্থানীয় বাসিন্দারা মাটি বোঝাই একটি ডাম্পার আটকে বিক্ষোভ (protest) দেখান। স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরেই কৃষি জমি থেকে বেআইনিভাবে মাটি কাটা (illegal soil mining) চলছে। এই মাটি মাফিয়ারা (soil mafia) অবৈধভাবে মাটি সংগ্রহ করে ডাম্পারের মাধ্যমে পাচার (illegal transportation) করছে। এর ফলে একদিকে যেমন কৃষি জমির ক্ষতি হচ্ছে, তেমনি গ্রামের গুরুত্বপূর্ণ রাস্তাগুলোও নষ্ট হয়ে যাচ্ছে।
আরও পড়ুন:- Jalpaiguri News: জঙ্গলে আগুন রুখতে তৎপর বন দফতর
স্থানীয় (Tufanganj) বাসিন্দারা অভিযোগ করেছেন, এই সমস্যার কথা বহুবার প্রশাসনকে জানানো হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে বাধ্য হয়েই বৃহস্পতিবার তাঁরা রাস্তা অবরোধ করে বিক্ষোভে সামিল হন। দীর্ঘক্ষণ ধরে বিক্ষোভ চলার পর ঘটনাস্থলে পৌঁছায় বক্সিরহাট থানার বিশাল পুলিশ বাহিনী (police force)। পুলিশ বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। পুলিশ আশ্বাস দেয় যে, গ্রামীণ রাস্তায় ডাম্পারের (heavy vehicles) চলাচল নিয়ন্ত্রণ করা হবে এবং বিষয়টি তদন্ত (investigation) করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এরপর এলাকাবাসী বিক্ষোভ তুলে নেন। পরবর্তীতে পুলিশ ঘটনাস্থল থেকে একটি আথমুভার (earthmover) এবং একটি ডাম্পার আটক করে থানায় নিয়ে যায়। যদিও পুলিশ সূত্রে জানা গেছে, ওই গাড়িগুলোর মাটি তোলার জন্য বৈধ রয়্যালটি (royalty) ছিল। তবে বিষয়টি নিয়ে আরও তদন্ত চালাচ্ছে বক্সিরহাট থানার পুলিশ।
নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিঙ্ক:- https://www.facebook.com/share/p/16CW9KSFPU/
এ বিষয়ে তুফানগঞ্জ-২ (Tufanganj) ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের (Land and Land Reforms Department) আধিকারিক স্বপন কুমার হাজদার সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। বেআইনি মাটি কাটার ফলে একদিকে যেমন কৃষি জমির উর্বরতা নষ্ট হচ্ছে, তেমনি রাস্তা দ্রুত ভেঙে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। এলাকাবাসীদের দাবি, প্রশাসন যদি দ্রুত ব্যবস্থা না নেয়, তাহলে তাঁরা আবারও বড় আন্দোলনে নামবেন।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT