Jadavpur University: নিরাপত্তায় কড়া হস্তক্ষেপ,কীভাবে বদলাবে পরিস্থিতি?

কলকাতা রাজ্য

নিউজ পোল ব্যুরো: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের (Jadavpur University) নিরাপত্তা ব্যবস্থা (Security measures) নিয়ে নতুন নির্দেশনা জারি করেছে কলকাতা হাইকোর্ট (Kolkata Highcourt)। আদালত কর্তৃপক্ষকে তিন সপ্তাহের মধ্যে একটি হলফনামা জমা দিতে বলেছে, যাতে তারা জানাতে পারে বিশ্ববিদ্যালয়ে নিরাপত্তা (Security) ও সুরক্ষা ব্যবস্থা (Security measures) নিয়ে তারা কী কী পদক্ষেপ (Step) গ্রহণ করছে। প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম ও বিচারপতি চৈতালি চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ বৃহস্পতিবার এই নির্দেশ দিয়েছেন। এছাড়া, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে (Jadavpur University) আপাতত রাজনৈতিক নেতা বা ব্যক্তিত্বদের নিয়ে কোনও মিটিং বা মিছিল করার ওপরও নিষেধাজ্ঞা আরোপ করেছে আদালত।

এই মামলাটি দায়ের করেন আইনজীবী সোহম দাস। তিনি আবেদন করেছিলেন, বিশ্ববিদ্যালয়ে (Jadavpur University) পর্যাপ্ত সিসিটিভি ক্যামেরা (CCTV camera) স্থাপন ও পুলিশ পিকেট বসানোর জন্য। তার দাবি ছিল বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয়ের সীমানার বাইরে কোনও অনুষ্ঠান যেন না হয়, সে বিষয়ে ব্যবস্থা নেওয়া হোক।

আরও পড়ুন: Agnimitra Paul: বেকারত্ব দূর করার প্রতিশ্রুতি অগ্নিমিত্রা পালের

আইনজীবী বিশ্বরূপ ভট্টাচার্য আদালতে বলেন, যাদবপুরে পরিস্থিতি অত্যন্ত খারাপ। সেখানে একাধিক বার মন্ত্রীদের আক্রান্ত হওয়ার ঘটনাও ঘটেছে। তিনি আদালতের কাছে নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করার আবেদন জানান। প্রধান বিচারপতি জানতে চান, “কারা এই সমস্যাগুলি তৈরি করছে বলে আপনার মনে হয়?” এ বিষয়ে আইনজীবী ঋজু ঘোষাল জানান, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং রেজিস্ট্রার সিদ্ধান্ত নিয়েছেন যে বিশ্ববিদ্যালয়ের ৫ নম্বর গেটটি বন্ধ রাখা হবে, তবে অন্যান্য গেট খোলা থাকবে। নিরাপত্তারক্ষীও সেখানে নিয়োজিত থাকবে।

নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিঙ্ক: https://www.facebook.com/share/1XhiZuM5DK/

রাজ্য সরকারের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানান, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে নিরাপত্তার সমস্যা দীর্ঘদিনের। বহুবার তা সামনে এসেছে। ২০১৪ সালে কলকাতা হাইকোর্টের নির্দেশে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছিল, তবে ছাত্ররা সেগুলি নিয়ে চলে যায়। সমাজবিরোধীরা সেখানে অবাধে চলাফেরা করে। রাজ্য যদি হস্তক্ষেপ না করে তাহলে কোনও পদক্ষেপ নেওয়া সম্ভব নয়।

বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আইনজীবী জানিয়ে দেন, তারা ইতিমধ্যেই জানুয়ারি মাসে রাজ্যের মুখ্যসচিবের কাছে প্রায় দুই কোটি টাকা চেয়েছে নিরাপত্তা ব্যবস্থা শক্তিশালী করার জন্য। তবে প্রধান বিচারপতি তাদের বলেন, “আপনারা কেন রাজ্যের প্রশিক্ষণপ্রাপ্ত পুলিশ বাহিনীকে সেখানে নিয়োগ করছেন না? বিশ্ববিদ্যালয়ের গেটে যারা নিরাপত্তা দিচ্ছেন, তাদের কি কোনও প্রশিক্ষণ আছে?”

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT