Jalpaiguri News: জঙ্গলে আগুন রুখতে তৎপর বন দফতর

জেলা রাজ্য

নিউজ পোল ব্যুরো: গরমের মরশুমে বনাঞ্চলে অগ্নিকাণ্ডের আশঙ্কা বৃদ্ধি পাওয়ায় জলপাইগুড়ি (Jalpaiguri News) বন বিভাগ বিশেষ সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করেছে। সেই লক্ষ্যেই বন দফতরের (Forest Department) উদ্যোগে লাটাগুড়ি সংলগ্ন গরুমারা জাতীয় উদ্যান এলাকার বনাঞ্চলে বিশাল সাফাই অভিযান চালানো হয়। বৃহস্পতিবার এই অভিযানে নেতৃত্ব দেন জলপাইগুড়ির (Jalpaiguri News) ডিভিশনাল ফরেস্ট অফিসার বিকাশ ভি। তার সঙ্গে উপস্থিত ছিলেন পদ্মশ্রী সম্মানপ্রাপ্ত পরিবেশপ্রেমী করিমুল হক, লাটাগুড়ির রেঞ্জার সঞ্জয় দত্ত, বনকর্মীরা, যৌথ বন পরিচালন কমিটির সদস্য এবং বিভিন্ন পরিবেশবাদী সংস্থার প্রতিনিধি।

সাফাই অভিযানের অংশ হিসেবে জাতীয় সড়ক সংলগ্ন বনাঞ্চলের ভেতর দিয়ে যাওয়া রাস্তার দু’পাশ পরিষ্কার করা হয়। শুকনো পাতা, প্লাস্টিক, কাগজ, দাহ্য পদার্থ সহ নানা ধরনের নোংরা আবর্জনা সরিয়ে ফেলা হয়। মূলত, পথচারীদের ফেলে দেওয়া বিড়ি, সিগারেটের আগুন বা অন্যান্য অগ্নিসংযোগকারী বস্তু থেকে যাতে জঙ্গলে আগুন না ছড়িয়ে পড়ে, সেই বিষয়টি নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। শীতের শেষে এবং বর্ষার আগে দীর্ঘদিন বৃষ্টি না হওয়ায় ডুয়ার্সের বিভিন্ন বনাঞ্চল দ্রুত শুকিয়ে যায়, যার ফলে আগুন ছড়িয়ে পড়ার ঝুঁকি বহুগুণ বেড়ে যায়। বন দফতরের তরফে জানানো হয়েছে,যারা বনাঞ্চলে প্লাস্টিক বা অন্যান্য আবর্জনা ফেলবে, তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া, পর্যটকদেরও (tourists) সতর্ক করা হয়েছে যাতে তাঁরা বনভূমিতে অগ্নিকাণ্ডের কারণ হতে পারে এমন কিছু না করেন। বন দফতরের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে পরিবেশপ্রেমীরা এবং স্থানীয় বাসিন্দারা।

আরও পড়ুন: Sonarpur: ট্রেনের ধাক্কা বাইকে! বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা যুবকের

আগুন লাগার ঘটনা রুখতে বন দফতর (forest department) প্রতিটি বনাঞ্চলে বিশেষ নজরদারি চালাচ্ছে। বনকর্মীদের জন্য বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে, যাতে তারা দ্রুত আগুন নেভানোর কৌশল রপ্ত করতে পারেন। পাশাপাশি, বনাঞ্চলের সংরক্ষণের জন্য স্থানীয় মানুষদের সচেতন করার ওপরও জোর দেওয়া হচ্ছে। বনাঞ্চলে আগুন লাগলে শুধু গাছপালা নয়, বহু বন্যপ্রাণী এবং বাস্তুতন্ত্র ক্ষতিগ্রস্ত হয়। তাই এই ধরনের পদক্ষেপ পরিবেশ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। জলপাইগুড়ি (Jalpaiguri News) বন বিভাগের এই উদ্যোগ ডুয়ার্সের বনাঞ্চলকে আগুনের হাত থেকে রক্ষা করতে কতটা কার্যকর হয়, তা সময়ই বলবে।

নিউজ পোল বাংলার ফেসবুক পেজের লিঙ্ক: https://www.facebook.com/share/p/16CW9KSFPU/