Jaundice: জন্ডিসে আক্রান্ত ২৪,আতঙ্কে মেদিনীপুরবাসী

জেলা রাজ্য

নিউজ পোল ব্যুরো: মেদিনীপুর শহরের ২২ নম্বর ওয়ার্ডের সুকান্ত পল্লী এলাকায় জন্ডিস (Jaundice) সংক্রমণ ক্রমশ আতঙ্কের কারণ হয়ে উঠছে। এরইমধ্যেই ২৪ জনের শরীরে এই রোগের উপস্থিতি পাওয়া গিয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পানীয় জলের (Drinking Water) মাধ্যমেই এই সংক্রমণ ছড়িয়ে পড়েছে। এই ঘটনায় প্রশাসনের তরফে দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরেই এলাকায় পানীয় জলের সরবরাহ সঠিকভাবে নিয়ন্ত্রিত নয় এবং পরিষ্কার-পরিচ্ছন্নতার ঘাটতির কারণে এমন ঘটনা ঘটেছে। যদিও বিষয়টি নিয়ে বহুবার সংশ্লিষ্ট কাউন্সিলরকে জানানো হলেও কোনও কার্যকরী পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ। তৃণমূল (TMC) কাউন্সিলর মৌসুমী হাজরা এই অভিযোগ উড়িয়ে দিয়ে বলেছেন, সাধারণ মানুষের সচেতনতার অভাবেই এমন পরিস্থিতি তৈরি হয়েছে। সংক্রমণের খবর পাওয়ার পরপরই মেদিনীপুর পৌরসভা এবং জেলা স্বাস্থ্য দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে একাধিক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে—

  1. পানীয় জলের নমুনা পরীক্ষা: সংক্রমণের উৎস শনাক্ত করতে সাবমার্সিবল পাম্প ও পানীয় জলের ট্যাপ থেকে নমুনা সংগ্রহ করা হচ্ছে।
  2. জল সরবরাহ বন্ধ ও পরিশোধন : কিছু নলকূপ এবং পানীয় জলের ট্যাপ সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।

আরও পড়ুন:Sonarpur: ট্রেনের ধাক্কা বাইকে! বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা যুবকে

সংক্রমণ ছড়িয়ে পড়ার পর থেকেই স্থানীয়দের মধ্যে ব্যাপক ক্ষোভ দেখা দিয়েছে। তারা অভিযোগ তুলেছেন যে, পৌরসভা (Municipality) নিয়মিত নিকাশি ও জল সরবরাহ পরিষ্কার করার দায়িত্ব যথাযথভাবে পালন করছে না। এদিকে, কাউন্সিলর মৌসুমী হাজরা জানিয়েছেন, তিনি গত এক সপ্তাহ ধরে প্রতিদিন এলাকায় উপস্থিত থেকে স্বাস্থ্য শিবিরে কাজ করছেন এবং পরিস্থিতি স্বাভাবিক রাখতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

এই ঘটনার পর থেকেই সুকান্ত পল্লী (Sukanta Pally) এলাকায় আতঙ্কের (Jaundice) পরিবেশ সৃষ্টি হয়েছে। বাসিন্দারা এখন বিকল্প পানীয় জল ব্যবহারের পরামর্শ পাচ্ছেন এবং সঠিক স্যানিটেশন মেনে চলার নির্দেশ দেওয়া হচ্ছে। তবে এখনও পর্যন্ত সংক্রমণ নিয়ন্ত্রণে পুরোপুরি সফল হয়নি প্রশাসন।

নিউজ পোল বাংলার ফেসবুক পেজের লিঙ্ক:https://www.facebook.com/share/p/18xGMC2J1y/